এবার অপু বিশ্বাসকে নিয়ে নতুন ছবি শুরু করলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মুস্তাফিজুর রহমান মানিক। সরকারি অনুদানপ্রাপ্ত ছবিটির নাম ‘আশীর্বাদ’। রবিবার (১৬ আগস্ট) ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন অপু।
ছবিটির যৌথ প্রযোজক জেনিফার ফেরদৌসের উপস্থিতিতে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে এই স্বাক্ষর অনুষ্ঠান হয়। প্রযোজনার পাশাপাশি ছবির কাহিনি ও চিত্রনাট্যের কাজও করেছেন জেনিফার। সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু।
মুস্তাফিজুর রহমান মানিক এর আগে শাবনূরকে নিয়ে কাজ করে সফল হয়েছিলেন। কয়েকটি সিনেমা নির্মাণ করেছেন নায়িকা মাহিকে নিয়েও। পরিচালক মানিক বলেন, সেপ্টেম্বর থেকেই শুটিং শুরু করতে পারব। কেন্দ্রীয় চরিত্রে থাকছে অপু বিশ্বাস। নায়কসহ অন্যান্য শিল্পীদের নাম জানিয়ে দিব শিগগিরই।
অপু বিশ্বাস বলেন, লকডাউনে নিরাপদে ছিলাম। আবারও কাজে ফিরতে পারবো- ভাবিনি। দর্শকরা সবসময় পাশে ছিলেন। এবারও তার ব্যতিক্রম হবে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।