×

সারাদেশ

সঠিক নিয়মে পতাকা না টাঙানোয় জরিমানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২০, ০৫:০৭ পিএম

সঠিক নিয়মে পতাকা না টাঙানোয় জরিমানা

ছবি: প্রতিনিধি

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় জাতীয় শোক দিবসে সঠিক নিয়মে পতাকা না টাঙানোয় জরিমানা করা হয়েছে। এছাড়া করোনা ভাইরাস প্রতিরোধে গণ সচেতনার লক্ষে অভিযানে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন।

নবীগঞ্জ শহরের মধ্যবাজারসহ পৌর শহরের বেশ কয়েকটি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন। এ সময় সহযোগিতা করেন নবীগঞ্জ থানার পুলিশ। শনিবার (১৫ আগস্ট) দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়।

নবীগঞ্জে জাতীয় শোক দিবসে সঠিক নিয়ম পালন না করে পতাকা টাঙানো ও মাস্ক পরিধান না করায় এবং স্বাস্থ্যবিধি মেনে না চলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে জরিমানা করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে ৪ হাজার টাকা অর্থদণ্ড ও ৭টি মামলা দেয়া হয়। এছাড়া অধিকাংশ ব্যক্তিদের তাৎক্ষনিক মাস্ক ক্রয় করে পরিধানে উদ্ভুদ্ধ করেন তিনি।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন বলেন, নবীগঞ্জে জাতীয় শোক দিবসে সঠিক নিয়ম পালন না করে পতাকা টাঙানো ও মাস্ক পরিধান না করায় এবং স্বাস্থ্যবিধি মেনে না চলায় ৭ মামলা এবং ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App