×

বিনোদন

ময়নাতদন্তে সুশান্তের মৃত্যুর সময় উল্লেখ নেই কেন?

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২০, ০৩:৩৬ পিএম

ময়নাতদন্তে সুশান্তের মৃত্যুর সময় উল্লেখ নেই কেন?

সুশান্তের পরিবারের আইনজীবী বিশাক সিং

সুশান্ত সিং রাজপুতের ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতার পরিবারের আইনজীবী বিকাশ সিং। তার প্রশ্ন, সুশান্তের ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর সময় কেন উল্লেখ করা হয়নি? ভারতীয় গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে আইনজীবী বিকাশ সিং বলেন, ''সুশান্তের ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর কোনও সময় উল্লেখ করা হয়নি, যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। সুশান্তকে মারার পর গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছিল, নাকি গলায় ফাঁস লাগার পর তার মৃত্যু হয়েছিল, সেটা মৃত্যুর সময় জানলে অনেকটাই স্পষ্ট হয়ে যায়।'' বিকাশ সিং-আরও বলেন, মুম্বাই পুলিশ এবং কুপার হাসপাতালকে এই প্রশ্নের উত্তর দিতেই হবে। আর সত্য জানতেই সিবিআই তদন্ত প্রয়োজন।

আইনজীবী বিকাশ সিং আরও বলেন, ''মুম্বাই পুলিশ পেশাদার। তবে তারা তখনই কাজ করতে পারে যখন মন্ত্রী অনুমতি দেয়। আর এই ধরনের হাইপ্রোফাইল মামলায় রাজনাতিবিদদের হস্তক্ষেপে তদন্ত বাধা পায়। পুলিশকে তাদের মত করে কাজ করতে দেওয়া উচিত।'' এর আগে আইনজীবী বিকাশ সিং বলেন, ''সুশান্তের দেহ ঝুলন্ত অবস্থায় কেউ দেখেনি, তার কোনও ছবিও নেই। সুশান্তের দিদি তো মাত্র ১০ মিনিটের দূরত্বেই ছিলেন। তা সত্ত্বেও কেন সুশান্তের দিদির পৌঁছনো পর্যন্ত অপেক্ষা করা হল না? ''

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App