×

আন্তর্জাতিক

নিউইয়র্কের মাটিতে প্রথম ভারতীয় পতাকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২০, ০৩:৪৯ পিএম

নিউইয়র্কের মাটিতে প্রথম ভারতীয় পতাকা

টাইমস স্কোয়ারে পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতা দিবস উদযাপন করে ভারতীয়রা

নিউইয়র্কে ভারতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে নিজেদের স্বাধীনতা দিবস উদযাপন করেছে সেখানে অবস্থানরত ভারতীয়রা। ৭৪ তম স্বাধীনতা দিবস উদযাপনের মাধ্যমে এই প্রথম নিউইয়র্কের মাটিতে ভারতীয় পতাকা উত্তোলিত হলো। জাতীয় পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে দেশাত্মবোধক গান ও স্লোগান দিতে থাকে তারা।

নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে। পতাকা উত্তোলনের অনুষ্ঠানে সামিল হতে এসে অংশগ্রহনকারীরা জানালেন, ৭৪ তম স্বাধীনতা দিবসে এখানে জাতীয় পতাকা উত্তোলন করে জন্মভূমির জন্য ইতিহাস সৃষ্টি করলেন তারা। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিউ ইয়র্কে ভারতের কনস্যুলেট জেনারেল রণধির জয়সওয়াল। তিনি সংবাদসংস্থা এএনআইকে জানান, যেকোনো সময় যেকোনো জায়গায় জাতীয় পতাকা উত্তোলন অত্যন্ত গর্বের বিষয়। আজ স্বাধীনতা দিবসে ঐতিহাসিক টাইমস স্কোয়ারে পতাকা উত্তোলন করতে পেরে তিনি খুব গর্বিত।রতীয়-আমেরিকানরা অংশগ্রহণ করেছিলেন এই অনুষ্ঠানে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App