×

আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পুতিনের সম্মেলন, ট্রাম্পের ‘না’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২০, ০৮:৫৬ পিএম

ইরান ইস্যুতে পুতিনের সম্মেলন, ট্রাম্পের ‘না’

পুতিন ও ট্রাম্প/ফাইল ছবি

ইরানের পরমাণু সমঝোতা এবং পারস্য উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা ইস্যুতে যেসব সমস্যা রয়েছে তা নিয়ে আলোচনার জন্য অনলাইনে আন্তর্জাতিক সম্মেলন আহ্বান করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলো এবং জার্মানি ও ইরানের নেতাদের অংশগ্রহণে সম্মেলন অনুষ্ঠান ডাকা হয়েছে।

পুতিনের এ আহ্বানে সমর্থন দিয়েছে চীন। তবে এর তীব্র বিরোধিতা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের ওপর জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা বাড়ানোর জন্য শুক্রবার নিরাপত্তা পরিষদে ওই প্রস্তাব উত্থাপন করে ওয়াশিংটন। তবে চীন-রাশিয়ার আপত্তির মুখে এটি খারিজ হয়ে যায়। নিরাপত্তা পরিষদে ভোটাভুটিতে যুক্তরাষ্ট্র পরাজিত হওয়ায় এমনিতেই হতাশা ভর করে ট্রাম্প শিবিরে। এর মধ্যেই ইরান ইস্যুতে সম্মেলনের ডাক দিলেন পুতিন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App