ইউটিউব মিউজিককে এগিয়ে নিতে গুগল প্লে মিউজিক সেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে গুগল কর্তৃপক্ষ। তবে সেপ্টেম্বরে বন্ধ হলেও মিউজিক কনটেন্টের ব্যাকআপ রাখার জন্য ব্যবহারকারীরা আগামী ডিসেম্বর পর্যন্ত সময় পাবেন। ব্যাকআপের জন্য ইউটিউব মিউজিক অ্যাপে গানের ফাইল ট্রান্সফার করতে হবে।
গুগল জানিয়েছে, প্লে মিউজিকের সব ব্যবহারকারীর কাছে মেইল পাঠান হয়েছে। কীভাবে ফাইল ট্রান্সফার করতে হবে- সে বিষয়ে মেইলে নির্দেশনা দেয়া হয়েছে। গুগল মিউজিকে ৬ কোটি গানের বিশাল ভাণ্ডার রয়েছে। ফাইল ট্রান্সফার করতে প্রথমে ইউটিউব মিউজিক অ্যাপটি ডাউনলোড করতে হবে। ডানদিকে থাকা প্রোফাইল পিকচারে ক্লিক করে সেটিংস’এ যেতে হবে। এরপর ‘ট্রানস্ফার ফ্রম গুগল প্লে মিউজিক’ অপশনটি বেছে নিতে হবে। ট্রান্সফার হয়ে গেলে নোটিফিকেশনে তা জানিয়ে দেবে গুগল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।