×

জাতীয়

সিনহা রাশেদ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২০, ০২:১৩ পিএম

অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে। নতুন দায়িত্ব দেয়া হয়েছে, র‍্যাবের সহকারী পরিচালক খায়রুল ইসলামকে। র‌্যাবের মুখপাত্র লে. কর্নেল আশিক বিল্লাহ এই তথ্য নিশ্চিত করেছেন। আগে এই দায়িত্বে ছিলেন র‌্যাব-১৫–এর সহকারী পুলিশ সুপার জামিল আহমদ। আশিক বিল্লাহ বলেছেন, খায়রুল ইসলাম তদন্তে অত্যন্ত দক্ষ এবং এর আগে বেশ কিছু স্পর্শকাতর মামলার তদন্ত সফলভাবে সম্পন্ন করেছেন। তিনি একজন নিপুণ পুলিশ কর্মকর্তা। এ জন্য তাঁকে মামলাটির তদন্তভার দেওয়া হয়েছে। তাই বলে এই নয় যে আগের তদন্ত কর্মকর্তা ভালো ছিলেন না। এদিকে, ৪ পুলিশ সদস্যসহ ৭ জনকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে র‍্যাব। শুক্রবার (১৪ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে কারাগার থেকে আসামিদের কক্সবাজারে র‍্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সাতজনের মধ্যে রয়েছেন পুলিশের মামলার তিন সাক্ষী নিজাম উদ্দিন, নুরুল আমিন ও আয়াছ। পুলিশ সদস্যরা হচ্ছেন এএসআই লিটন মিয়া, কনস্টেবল কামাল হোসেন, আবদুল্লাহ আল মামুন ও ছাফানুর করিম। ওসি প্রদীপ, ইন্সপেক্টর লিয়াকত ও এসআই নন্দদুলালকে পরে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের কথা রয়েছে। তাদের সবারই ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করা আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App