দৌলতখানে বাংলাবাজার হালিমা খাতুন মহিলা (ডিগ্রী) মহাবিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বেলা ১২টায় চারতলা ভবনের শুভ উদ্বোধন করেন ভোলা-২ আসনের সাংসদ আলী আজম মুকুল।
এমপি মুকুল বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষার মান উন্নয়নে সব ধরনের কাজ করে যাচ্ছে। উপবৃত্তিসহ অবৈতনিক শিক্ষা বর্তমান সরকারের শিক্ষার্থীদের জন্য উপহার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথে”র সভাপতিত্ব ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর ও শিক্ষক বৃন্দ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।