×

সাময়িকী

বঙ্গবন্ধুসমগ্র

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২০, ০৭:৩৭ পিএম

বঙ্গবন্ধুসমগ্র

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে স ম শামসুল আলম লিখেছেন বঙ্গবন্ধুসমগ্র বইটি। ১৯৮৬ সাল থেকে শুরু করে ২০১৯ সাল পর্যন্ত রচিত বঙ্গবন্ধু সম্পর্কিত মৌলিক লেখাগুলো এই গ্রন্থে অন্তর্ভুক্ত করা হয়েছে। ৩৩৪ পৃষ্ঠার এই গ্রন্থে স্থান পেয়েছে ৭টি প্রবন্ধ, ৫টি গল্প, ১টি নাটক, ১৫টি কবিতা, ২২টি গান, ৮টি কিশোর গল্প, ৫০টি ছড়া-কবিতা এবং ১টি কিশোর উপন্যাস। স ম শামসুল আলমের এই মৌলিক লেখাগুলো বিভিন্ন জাতীয় দৈনিক ও অন্যান্য পত্র-পত্রিকায় বিভিন্ন সময়ে প্রকাশিত হয়েছে এবং তাঁর বিভিন্ন গ্রন্থে অন্তর্ভুক্ত হয়েছে। খুব সাহসের সঙ্গে স ম শামসুল আলম সবসময় উচ্চারণ করেছেন বঙ্গবন্ধুর নাম। যেমন ০১.০৮.১৯৯৪ তারিখে লেখা একটি ছড়ার শেষ দুই লাইনে তিনি লিখেছেন, ‘জাতি যদি স্বীকার না যায় আছে পিতা জাতির/ সেই জাতিকে কোনোভাবেই যায় না করা খাতির’। ১৭.০১.১৯৮৬ তারিখে লেখা একটি ছড়ার শুরুটা এরকম- ‘বঙ্গবন্ধু নেই জীবিত/ আছে মেজর জেনারেল/ তৈরি রাখেন বৈরী বিমান/ জলপাই রং সেনা-রেল।’ একইভাবে প্রবন্ধে, গল্পে, কবিতায়, নাটকে, গানে বঙ্গবন্ধুকে তুলে ধরা হয়েছে বিশ্বের একজন শ্রেষ্ঠ মানুষ হিসেবে, একজন শ্রেষ্ঠ নেতা হিসেবে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসেবে। ‘আমার বঙ্গবন্ধু’ শিরোনামের লেখায় তিনি বঙ্গবন্ধুকে আবেগ দিয়ে ধারণ করেছেন। একস্থানে লিখেছেন, ‘যে মাটিতে তোমার জন্ম শুধু সেই মাটি নয়, বিশ্বের সকল ভূখণ্ড তোমার স্পর্শ বুকে ধারণ করে আছে। প্রতিটি ধূলিকণা তোমার নিশ্বাসের অনুভব জড়িয়ে রেখেছে নিজস্ব প্রাণে।’ মিরধা ভাইকে কেন্দ্র করে লেখা গল্প ‘একজন মিরধা ভাই অথবা তার বন্ধু’ পড়ে চোখে জল আসবে, বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসার উদাহরণ দেখে। মিরধা ভাইকে কেন্দ্র করে অন্যান্য গল্প ও উপন্যাসটিও তদ্রুপ আবেগ আর অনুভ‚তির স্পর্শে পাঠককে জড়িয়ে ধরবে। অন্তরে মুজিবুর, সিঁড়ি বেয়ে নেমে এসেছিলে, বাংলার তুমি বাঙালির তুমি, সম্ভাবনার আঙুল, বঙ্গকন্যা- কবিতাগুলো পড়তে পড়তে বঙ্গবন্ধুকে নতুনভাবে আবিষ্কার করা যায়। সব মিলিয়ে ‘বঙ্গবন্ধুসমগ্র’ গ্রন্থটি বঙ্গবন্ধুপ্রিয় পাঠকের কাছে কিছুটা হলেও বৈচিত্র্যপূর্ণ মনে হবে। একটি গানের উদাহরণ না দিলেই নয়- ‘যতদিন ঐ সূর্য আকাশে উঠবে/ যতদিন ফুল নিজ আনন্দে ফুটবে/ ততদিন জানি বঙ্গবন্ধু থাকবে তোমার নাম/ বাংলাদেশের ধুলিতে ধুলিতে সেই কথা লিখলাম/ হৃদয়ে হৃদয়ে খোদাই করে যে সেই কথা লিখলাম।’

স ম শামসুল আলম প্রকাশক : ফরিদ আহমেদ, সময় প্রকাশন প্রচ্ছদ : ধ্রুব এষ, প্রকাশকাল : ফেব্রুয়ারি ২০২০ মূল্য : ৬০০.০০ টাকা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App