×

সারাদেশ

হাওরের বন্যা নিয়ন্ত্রনে প্রধানমন্ত্রীর ডেলটা প্ল্যান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ আগস্ট ২০২০, ০৯:৪০ পিএম

হাওরের বন্যা নিয়ন্ত্রনে প্রধানমন্ত্রীর ডেলটা প্ল্যান
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার বলেছেন, বন্যা নিয়ন্ত্রনে প্রধানমন্ত্রী ডেলটা প্ল্যান ঘোষণা করেছেন। এ ডেলটা প্ল্যানে হাওরের ছয়টি জেলা আলাদা করে চিহ্নিত করা হয়েছে। তিনি বলেন, ডেলটা প্ল্যানে ছয় ভাগে দেশটাকে ভাগ করা হয়েছে। এটি ভৌগলিক এবং পানি সম্পদ ব্যবস্থাপনার খাতিরে চিন্তা করেই করা হয়। সচিব বলেন, এ প্রকল্পে মনু নদীর ১১ কিলোমিটার চর অপসারণ, ফ্লাড ওয়াল নির্মাণসহ আরো প্রয়োজনী কাজ বাস্তবায়িত হলে মনু নদীর বন্যা কিছুটা হলেও নিয়ন্ত্রনে করা যাবে। শিঘ্রই এ কাজ শুরু হবে। বুধবার (১২ আগস্ট ) দুপুরে মৌলভীবাজার কুলাউড়া উপজেলার ফানাই নদী অববাহিকায় মুজিব বর্ষ উপলক্ষে মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে ত্রিশ হাজার মাটি ক্ষয়রোধ বৃক্ষের চারা রোপণ অনুষ্টানের আনুষ্টানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথাগুলো বলছিলেন। এ সময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App