×

জাতীয়

মাস্ক ব্যবহার না করায় ২২ জনকে জরিমানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ আগস্ট ২০২০, ০৯:২১ পিএম

মাস্ক ব্যবহার না করায় ২২ জনকে জরিমানা

ছবি: ভোরের কাগজ

রাজধানীর হাতিরঝিল থানা এলাকায় অভিযান চালিয়েছে ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সে সময় মাস্ক ব্যবহার না করার অভিযোগে ২২ জনকে জরিমানা করা হয়। বুধবার (১২ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহনাজ হোসেন ফারিবা।

মাহনাজ জানান, করোনা ভাইরাস মহামারি মোকাবিলায় বাসার বাইরে সবার মাস্ক পরা নিশ্চিত করতে মাঠ প্রশাসনকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার নির্দেশ রয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার রাজধানীর হাতিরঝিল এলাকায় অভিযান চালনো হয়। সে সময় মাস্ক না পড়ায় ২২ জনকে ১০ হাজার ৪৫০ টাকা জরিমানা ও মাস্ক বিতরণ করা হয়। এছাড়াও নকল হ্যান্ড স্যানিটাইজার বিক্রির অভিযোগে এক দোকানদারকে জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ম্যাজিস্ট্রেট মাহনাজ হোসেন ফারিবা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App