×

বিনোদন

ঢাকাই সিনেমাকে বাঁচানোর উদ্যোগ স্টার সিনেপ্লেক্সের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ আগস্ট ২০২০, ০৬:২৫ পিএম

ঢাকাই সিনেমাকে বাঁচানোর উদ্যোগ স্টার সিনেপ্লেক্সের
দেশে সিনেমাশিল্পের যেন দেয়ালে পিঠ ঠেকে গেছে। আশঙ্কাজনক হারে কমে গেছে দর্শক। সেই সঙ্গে ভালো নির্মাণও। বিশ্বায়নের ধাক্কায় দেশীয় সিনেমা টিকে থাকার লড়াইয়ে দাঁড়াতে পারছে না। প্রতিদিনই হতাশার খবর পাওয়া যাচ্ছে সিনেমা শিল্প ঘিরে। আর এসব কারণে বন্ধ হতে হতে এখন সারাদেশের সিনেমা হলের সংখ্যা দুশর নিচে নামতে চলছে। সিনেমার নির্মাণও কমে গেছে আশঙ্কাজনকহারে। গেল দুই বছর ধরে দেখা যাচ্ছে বছরে অর্ধশত ছবিও মুক্তি পাচ্ছে না। এর ওপর করোনার ধাক্কায় চলতি বছরে ১০টির মতোও ছবি হবে না। এমন যদি হয় পরিস্থিতি তাহলে সিনেমা শিল্পের ভবিষ্যৎ কী? ঐতিহ্যবাহী ঢাকাই সিনেমার গতি গন্তব্য কোথায়? তবে কি ঢাকাই সিনেমার দিন শেষ? কিছুই কি করার নেই কারো? এসব প্রশ্নকে সামনে রেখে উদ্যোগ নিতে চলেছে দেশের সবচেয়ে জনপ্রিয় সিনেমা হল স্টার সিনেপ্লেক্স। সিনেমা বাঁচাতে, সিনেমার সোনালি দিন ফিরিয়ে আনতে প্রতিষ্ঠানটি উদ্যোগ নিচ্ছে। এ ব্যাপারে করণীয় বিষয় নিয়ে আলোচনার জন্য প্রাথমিকভাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে স্টার সিনেপ্লেক্স। বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর পান্থপথে অনুষ্ঠেয় সম্মেলনে উপস্থিত থাকবেন স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল। তিনি বলেন, সিনেমা বাঁচাতে হলে আগে হল বাঁচাতে হবে। সিনেমা বাঁচাতে, সিনেমার সোনালি দিন ফেরাতে একজোট হয়ে কাজ করতে হবে। তাই সিনেমাকে বাঁচিয়ে রাখার স্বার্থে করণীয় কিছু বিষয় ও দাবি সরকারের কাছে তুলে ধরতে চাই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App