×

জাতীয়

দলের আয়-ব্যয়ের হিসাবের সময় বাড়াল ইসি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ আগস্ট ২০২০, ০৮:১৩ পিএম

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী নির্ধারিত সময় গত ৩১ জুলাইয়ের মধ্যে যেসব নিবন্ধিত রাজনৈতিক দল নির্বাচন কমিশনে তাদের বার্ষিক আয় -ব্যয়ের হিসাব জমা দিতে পারে নি তাদের জন্য আরো এক মাস অর্থাৎ ৩১ আগস্ট পর্যন্ত সময় বাড়িয়েছে সংস্থাটি। মঙ্গলবার (১১ আগস্ট) ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব রওশন আরা সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে বিএনপিসহ সাতটি রাজনৈতিক নির্বাচন কমিশনে (ইসি) ২০১৯ সালের (পঞ্জিকা বছরের) আয়-ব্যয়ের হিসাব নির্ধারিত সময়ে জমা দিতে পারেনি। তাদের আয়-ব্যয়ের হিসাব জমা দিতে এ সময় বাড়ান হয়েছে বলে ইসি সূত্রে জানা গেছে।

বিএনপি ছাড়া বাকি যে দলগুলো এ সুযোগ পাচ্ছে তারা হলো- জাতীয় পার্টি (জেপি), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ, গণফ্রন্ট, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)।

ইসি সূত্র জানায়, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, প্রতিবছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়েরর হিসাব দলগুলোকে জমা দিতে হয়। তবে এ বছর ৩১ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত ছিল ঈদের ছুটি। তাই আইন অনুযায়ী রাজনৈতিক দলগুলোর হিসাব জমা দেয়ার সময়সীমা ছিল ৩ আগস্ট পর্যন্ত। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতিতে বিএনপিসহ সাতটি দল ইসিতে এই হিসাব জমা দিতে পারেনি।

এ ব্যাপারে ইসির সহকারী সচিব রওশন আরা সাংবাদিকদের বলেন, এ বছর করোনার কারণে অনেক অফিস বন্ধ ছিল। এর আগের বছরগুলোতেও হিসাব জমা দেওয়ার সময় বাড়ানোর নজির রয়েছে। তাই বিএনপিসহ ইসিতে নিবন্ধিত যেসব দল এখনো আয়-ব্যয়ের হিসাব দেয়নি, তাদের জন্য ৩১ আগস্ট পর্যন্ত সময় বাড়ানো হচ্ছে। রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয়ের এই হিসাব জমা দেওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ। কারণ আরপিও বলছে, পরপর তিন বছর কোনো দল আয়-ব্যয়ের হিসাব জমা না দিলে দলের নিবন্ধন বাতিলও করা যেতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App