×

জাতীয়

সিনহা হত্যার চাঞ্চল্যকর তথ্য দিয়েছে চার পুলিশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ আগস্ট ২০২০, ০৮:৪৯ পিএম

সিনহা হত্যার চাঞ্চল্যকর তথ্য দিয়েছে চার পুলিশ

লে. কর্নেল আশিক বিল্লাহ/ফাইল ছবি।

পুলিশের গুলিতে নিহত মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খানের হত্যাকাণ্ডে অভিযুক্ত চার পুলিশকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করেছে র‌্যাব। এ সময় তারা গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। এসব তথ্য যাচাই-বাছাইয়ের জন্য চার পুলিশ সদস্যকে দশ দিনের রিমান্ড আবেদন করেছে র‌্যাব। সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় র‌্যাব সদরদপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন এলিট ফোর্সটির আইন ও গণমাধ্যম শাখার মুখপাত্র লে. কর্নেল আশিক বিল্লাহ।

র‌্যাব মুখপাত্র বলেন, পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা সিনহা রাশেদ খান নিহতের ঘটনায় তার বোনের করা মামলায় চারজনকে জেলগেটে জিজ্ঞাসাবাদ (চার দিন) করা হয়েছে। এসময় তারা গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। এই চারজনকে দশ দিনের রিমান্ডে নেয়ার জন্য তদন্তকারী কর্মকর্তা আদালতে আবেদন করেছেন। এবিষয়ে বুধবার শুনানি শেষে আদালত সিদ্ধান্ত দেবেন। আদালত সাত আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে দশ দিনের মধ্যে সকল কার্যক্রম জানাতে বলেছিল। তদন্ত কর্মকর্তা এরই আলোকে কার্যক্রম শুরু করে। কিন্তু এই সময় উন্মুক্ত করার জন্য আবেদন করলে আদালত তা মঞ্জুর করেছে। অর্থাৎ আদালতের বেধে দেয়া সময়সীমা উন্মুক্ত হলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App