×

সারাদেশ

বড়গোফ-টেকেরঘাট সড়কের বেহাল দশা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ আগস্ট ২০২০, ০৪:৪৪ পিএম

বড়গোফ-টেকেরঘাট সড়কের বেহাল দশা

বন্যায় ক্ষতিগ্রস্ত বড়গোফ-টেকেরঘাট সড়ক

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের প্রধানমন্ত্রীর অগ্রাধিকার সীমান্ত সড়ক প্রকল্পের গুরুত্বপূর্ণ ৭ কি.মি সড়কের অবস্থা এখন বেহাল। আন্তর্জাতিক রামসার সাইট টাঙ্গুয়ার হাওরকেন্দ্রিক পর্যটকরা টেকেরঘাট খনি প্রকল্প থেকে বড়গোপটিলা পর্যন্ত সড়ক ধরেই সৌন্দর্য্য অবলোকন করতে আসেন। সাম্প্রতিক তিন দফা বন্যায় এই সড়কের নয়াছড়া ও রজনীলাইন চানপুর এলাকায় প্রায় ৩০০ মিটার সড়ক বিলীন হয়ে গেছে। তাছাড়া জনগুরুত্বপূর্ণ বড়গোফ টিলার উপর দিয়ে নির্মিত সড়কটি বিলীন হয়ে গেলেও এখনো ২০ বছর ধরে সংস্কারের কোন উদোগ নেওয়া হয়নি। তাহিরপুর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, যাদুকাটা নদীর পশ্চিম পাড় থেকে বড়গোফটিলা নিচ পর্যন্ত দেড় কি.মি. সড়ক রয়েছে। নদী ও পাহাড় ঘেরা এই টিলাটি পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করায় ২০০১ সনে তৎকালীন এমপি নজির হোসেন রাস্তাটি নির্মাণ ও সংস্কার করেন। প্রায় এক দশক আগে রাস্তাটি বিলীন হয়ে গেছে। এরপরও সংস্কারের কোন উদ্যোগ নেওয়া হয়নি। রাস্তাটি ভেঙ্গে যাওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এদিকে টিলার পশ্চিম তীরে কড়ইগড়া কমিউনিটি ক্লিনিক থেকে টেকেরঘাট পর্যন্ত আরো ৬ কি.মি সড়ক রয়েছে। এই সড়কটি টাঙ্গুয়ার হাওর কেন্দ্রিক পর্যটন অবকাঠামোর কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ অগ্রাধিকার প্রকল্প হিসেবে অন্তভূক্ত করা হয়। সড়ক সংস্কারসহ নানা প্রকল্প যুক্ত রয়েছে এখানে। কিন্তু এই প্রকল্পটির কাজও চূড়ান্ত হয়নি। এখনো ফাইল চালাচালির মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। সম্প্রতি তিন দফা বন্যায় গুরুত্বপূর্ণ এই সড়কের চানপুর-রজনীলাইন এলাকার প্রায় ৩০০ মিটার সড়ক মেঘালয় পাহাড় থেকে নেমে আসা ঢলের পানির তোড়ে দেবে গেছে। স্থানে স্থানে ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে তিনটি উপজেলার কয়েক লাখ মানুষ এই একমাত্র সীমান্ত সড়ক দিয়ে জেলা ও বিভাগীয় শহরে যাতায়াত করেন। তাছাড়া পর্যটকরা টাঙ্গুয়ার হাওর ঘুরে এসে টেকেরঘাট খনি প্রকল্পের লেক, লাকমাছড়া, বড়গোফটিলা এবং যাদুকাটা নদী ও শিমুল বাগানের সৌন্দর্য অবলোকন করেন। কিন্তু সড়কটি স্থানে স্থানে ভেঙ্গে যাওয়ায় সাধারণ যাত্রীসহ পর্যটকরাও দুর্ভোগে পড়েছেন। তাহিরপুর উপজেলার উত্তরবড়দল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও আদিবাসী নেতা শঙ্কর মারাক বলেন, বড়গোফ-টেকেরঘাট সড়কটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের সড়ক। এই সড়ক ধর্মপাশা, মধ্যনগর ও তাহিরপুর থানার কয়েক লাখ মানুষের যাতায়াতের একমাত্র সড়ক। সম্প্রতি বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া বড়গোফটিলার উপরের সড়কটি গত ২০ বছর ধরে সংস্কার হচ্ছেনা। এতে এলাকাবাসীসহ পর্যটকরাও দুর্ভোগে আছেন। পর্যটক ইশতিয়াক আহমদ বলেন, আমরা প্রায়ই টাঙ্গুয়ার হাওর দেখতে এসে যাদুকাটা, টেকেরঘাট লেক, বড়গোফটিলা, শিমুল বাগান ঘুরতে আসি। এই সড়কটি একমাত্র সড়ক। কিন্তু বেহাল থাকায় নানামুখি দুর্ভোগ পোহাতে হয়। তাহিরপুর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপসহকারি প্রকৌশলী মাজেদুল ইসলাম বলেন, এই ৭ কি.মি. সড়কসহ সীমান্ত সড়কটি প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের সড়ক। সম্প্রতি তিনদফা বন্যায় টেকেরঘাট থেকে বড়গোফটিলা পর্যন্ত সড়কটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ক্ষয়-ক্ষতির তথ্য উর্ধতন কর্তৃপক্ষ বরাবরে পাঠানোর উদ্যোগ নিয়েছি। তবে বড়গোফটিলার উপরের সড়কটি গত ২০ বছর ধরে সংস্কার হচ্ছেনা বলে স্বীকার করে তিনি বলেন, এটার জন্যও আমরা আলাদা প্রকল্পের প্রস্তাব করেছি। মাহরাম নদীর উপর নির্মিতব্য সড়কের সঙ্গে এই প্রকল্প যুক্ত করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App