×

স্বাস্থ্য

বন্ধ হয়ে যাচ্ছে ‘করোনা বুলেটিন’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ আগস্ট ২০২০, ০৯:৪৪ পিএম

বন্ধ হয়ে যাচ্ছে ‘করোনা বুলেটিন’

ফাইল ছবি

দেশের করোনা পরিস্থিতি নিয়ে আয়োজিত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনের সমাপ্তি ঘটতে যাচ্ছে মঙ্গলবার (১১ আগস্ট) থেকে। বুধবার দুপুর আড়াইটা থেকে নিয়মিত এই বুলেটিন আর হবে না।

নিয়মিত বুলেটিন যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে এ কথার সত্যতা স্বীকার করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি ভোরের কাগজকে বলেন, দীর্ঘদিন ধরে করোনা সর্বশেষ পরিস্থিতি নিয়ে বুলেটিনের মাধ্যমে নিয়মিত তথ্য প্রকাশ করছে স্বাস্থ্য অধিদপ্তর। এই বুলেটিন বন্ধ হয়ে যেতে পারে। তবে কবে নাগাদ বন্ধ হতে পারে এ বিষয়ে তিনি কিছু জানাননি। দেশে ৮ মার্চ করোনা সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়। এর আগে থেকেই সংবাদ সম্মেলনের মাধ্যমে করোনা পরিস্থিতির তথ্য জানিয়ে আসছিল স্বাস্থ্য বিভাগ। ৫ এপ্রিল থেকে অনলাইনের মাধ্যমে করোনা পরিস্থিতির তথ্য জানিয়ে আসছিল স্বাস্থ্য অধিদপ্তর। দৈনিক বেলা আড়াইটায় দেশের গণমাধ্যমগুলো সরাসরি এই বুলেটিন প্রচার করে আসছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App