×

সারাদেশ

আবারো ব্রাহ্মণবাড়িয়ায় জানাজায় মানুষের ঢল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ আগস্ট ২০২০, ১২:৫০ এএম

আবারো ব্রাহ্মণবাড়িয়ায় জানাজায় মানুষের ঢল

মাদরাসা প্রাঙ্গণে মনিরুজ্জামান সিরাজীর জানাজা

প্রশাসনের সীমিত আয়োজনের পরিকল্পনা থাকলেও জানাজায় সাধারণ মানুষের আসা থামানো যায়নি। শায়খুল হাদিস আল্লামা মনিরুজ্জামান সিরাজীর (৯১) জানাজায় অংশ নিতে জেলা সদরসহ আশেপাশের বিভিন্ন জেলা থেকে লোকজন আসতে থাকে। এসময় সড়কের ওপরে মানুষর ভিড়ের কারণে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। আল্লামা মনিরুজ্জামান সিরাজী ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদঘুর জামিয়া সিরাজিয়া দারুল উলুম মাদরাসার অধ্যক্ষ। তিনি রবিবার (৯ আগস্ট) দুপুরে পৌর এলাকার ভাদুঘরে নিজ বাসভবনে মারা যান মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বিকেলে মাদরাসা প্রাঙ্গণে মনিরুজ্জামান সিরাজীর জানাজা অনুষ্ঠিত হয়। তার জানাজায় ইমামতি করেন খালেদ সাইফুল্লাহ সিরাজী। তবে প্রশাসনের পক্ষ থেকে তার জানাজায় কম লোক অংশ নেওয়ার আহ্বান জানানো হলেও এতে কান দেননি স্থানীয়রা। স্বাস্থ্যবিধি না মেনে জানাজায় হাজার হাজার মানুষের ঢল নামে। অধ্যক্ষ মনিরুজ্জামান সিরাজী ‘বড় হুজুর’ হিসেবে পরিচিত। তিনি হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি ও ইসলামী আইন বাস্তবায়ন কমিটি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আমির ছিলেন। তার মৃত্যুর সংবাদ শুনে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার জানাজার বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। প্রশাসন করোনা পরিস্থিতিতে সীমিত পরিসরে জানাজা অনুষ্ঠানের ব্যাপারে অনড় থাকায় শেষ পর্যন্ত নিয়াজ মুহম্মদ স্টেডিয়াম, জেলা ঈদগাহ মাঠ বাদ দিয়ে ভাদুঘরের মাদরাসায় সীমিত পরিসরে জানাজা অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের দাবি, জানাজায় অন্তত ২০ হাজার লোকের সমাগম হয়। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কারণে বেশি লোকের সমাগম হয়নি। পুলিশ সুপার আনিসুর রহমান জানিয়েছেন, জানাজার ব্যাপারে আগে থেকে বিভিন্ন স্থানে পুলিশ চেকপোস্ট বসানো হয়। তাই লোক সমাগম তেমন ঘটেনি। তবে মহাসড়কে বিপুল লোক সমাগমের কারণে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ ছিল বলে তিনি স্বীকার করেন। জেলা প্রশাসক হায়াত উদ দৌলাখান জানিয়েছেন, তারা চেষ্টা করেছিলেন লোক সমাগম যেন কম হয়। তবে জানাজায় পাঁচ হাজার লোক হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। এর আগে করোনাকালীন গত ১৮ এপ্রিল সরকার ঘোষিত লকডাউনের মধ্যে খ্যাতিমান ইসলামি আলোচক মাওলানা জোবায়ের আহমদ আনসারী মারা গেলে সরাইল থানার জামিয়া রাহমানিয়া বেড়তলা মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত জানাজাতেও লাখো মানুষ অংশ নিয়েছিল। সে ঘটনায় জানাজায় বেশি সংখ্যক মানুষ আসা থামাতে ব্যর্থ হওয়ায় এএসপি মো. মাসুদ রানা, ওসি (প্রশাসন) মো. শাহাদাৎ হোসেন টিটু ও ওসি (তদন্ত) মা. নুরুল হককে প্রত্যাহার করে নেওয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App