×

জাতীয়

১৫ আগস্টের পর চলবে সব আন্ত:নগর ট্রেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২০, ০৩:২০ পিএম

স্বাস্থ্যবিধি মেনে আগামী ১৫ আগস্টের পর পর্যায়ক্রমে সব রুটের যাত্রীবাহী আন্ত:নগর ট্রেন চালু করবে বাংলাদেশ রেলওয়ে। রবিবার (৯ আগস্ট) দুপুরে রেলপথ মন্ত্রণালয় থেকে বিষয়টি জানানো হয়েছে। তবে এসব ট্রেনের অর্ধেক আসন ফাঁকা রেখে যাত্রী পরিবহন করা হবে।

বর্তমানে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন রুটে প্রায় ১৭টি আন্তনগর ট্রেন চলাচল করছে। এর আগে গত ৩১ মে ঢাকা থেকে বিভিন্ন রুটে আট জোড়া ট্রেন চলাচল শুরু করে। এরপর ৩ জুন থেকে আরো ১১ জোড়া ট্রেন চলাচল শুরু হয়।

উল্লেখ্য, করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় গত ২৫ মার্চ থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে মালবাহী ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।পরবর্তীতে ৩১ মে থেকে সীমিত পরিসরে অন্যান্য গণপরিবহনের পাশাপাশি কিছু সংখ্যক ট্রেনও চলাচল করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App