×

আন্তর্জাতিক

পুলিশ সদস্য নিহত, আহত সহস্রাধিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২০, ১০:১৮ এএম

পুলিশ সদস্য নিহত, আহত সহস্রাধিক

ছবি: সংগৃহীত

লেবাননের বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষে প্রাণ গেছে এক পুলিশ সদস্যের। আহত হয়েছে ৭০০’র বেশি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

এর আগে, আন্দোলনকারীরা দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং জ্বালানি মন্ত্রণালয় দখলে নেয়ার চেষ্টা করে। পরে সেনাবাহিনী তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেন। এদিকে, জাতির উদ্দেশে দেয়া ভাষণে আগাম নির্বাচনের ডাক দিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব।

লেবাননে গত ৪ আগস্টের ভয়াবহ বিস্ফোরণের প্রতিবাদে দেশজুড়ে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। শনিবার রাজধানী বৈরুতের রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ। শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করলে সহিংসতা ছড়িয়ে পড়ে। শহরের কেন্দ্রস্থল থেকে গুলির আওয়াজ আসতে থাকে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, বৈরুতে এদিনের সহিংসতায় অন্তত ৭২৮ জন বিক্ষোভকারী আহত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App