×

সারাদেশ

লাঠির আঘাতে আইসস্ক্রিম বিক্রেতার মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২০, ০১:৫৫ পিএম

লাঠির আঘাতে আইসস্ক্রিম বিক্রেতার মৃত্যু

স্বজনদের আহাজারি

বগুড়ার শেরপুরে প্রতিপক্ষের লাঠির আঘাতে আসাদুল ইসলাম (৫০) নামের এক আইসস্ক্রিম বিক্রেতা প্রাণ হারিয়েছেন। রোববার (৯ আগষ্ট) ভোর ৬টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আসাদুল ইসলাম শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের খন্দকারটোলা পশ্চিমপাড়া গ্রামের ওসমান মিয়ার ছেলে।

নিহতের বোন আছিয়া বেগম জানান, কয়েকদিন পুর্বে একটি গরু কেনাকে কেন্দ্র করে ওই এলাকার রেজাউলের সাথে জহুরুল ইসলামের দুই ছেলের সাথে তিক্ততার সৃষ্টি হয়। এ নিয়ে শনিবার সকাল ৯টার দিকে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এসময় আসাদুল বাড়ির পার্শ্বে দিয়ে যাবার সময় জহুরুল ইসলামের ছেলে ফিজার, শাহীনুরসহ প্রতিপক্ষরা লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে। এরপর তার অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে আহত আসাদুল হাসপাতালে মারা গেছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হবে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App