×

সারাদেশ

মহিপুরে অভ্যন্তরীণ সড়কের বেহাল দশা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২০, ১০:২৩ পিএম

মহিপুরে অভ্যন্তরীণ সড়কের বেহাল দশা
মহিপুরে অভ্যন্তরীণ সড়কের বেহাল দশা
পটুয়াখালীর মহিপুর থানা সদর ইউনিয়ন বাসী উন্নয়নেরছোঁয়া থেকে বঞ্চিত রয়েছে দীর্ঘ বছর। জনপ্রতিনিধিরা কেউ কথা রাখেনি । নির্বাচন আসলেই নানান প্রতিশ্রুতি ও কথার ফুলঝুড়িঁ দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত হলেও নির্বাচনের পর ভূলে যায় সেই প্রতিশ্রুতি। স্থানীয় রাজনৈতিক আতিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘ বছর উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছে মহিপুর ইউনিয়ন বাসী। অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার বেহাল দশা। কর্দমাক্ত রাস্তা পেরিয়ে চলাচল করতে হয় সমুদ্র উপকূল বেষ্টিত মহিপুর ইউনিয়নের ২০ হাজার মানুষকে। গত ২২ বছর ধরে উন্নয়নের ছোয়া পায়নি এই জনপথের মানুষগুলো। মহিপুর বন্দর ব্যবসা বানিজ্যের জন্য যুগযুগ ধরে সুনাম অর্জণ করে আসলেও অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থাসহ মানুষের মৌলিক অধিকার থেকে আজও বঞ্চিত রয়েছে এখানকার মানুষ। এই ইউনিয়নবাসীর অভিযোগ সারা দেশে উন্নয়নের জোয়ার বইলেও মহিপুরের মানুষ আজও উন্নয়ন বঞ্চিত রয়েছে। মহিপুর ইউনিয়নে ছোট বড় অভ্যন্তরীন অনেক গুলো সড়ক রয়েছে যা চলাচলের অনুপযোগী হয়েছে ২২ বছর আগে। এর মধ্যে ৬ টি রাস্তা রয়েছে,যে রাস্তা গুলো মহিপুর ইউনিয়নের সাথে পার্শ্ববর্তী লতাচাপলী, ধুলাসার ও ডালবুগঞ্জ ইউনিয়নের সেতু বন্ধন তৈরী করেছে। বর্ষা মৌসুম আসলেই ওই সকল ইউনিয়নের সাথে মহিপুর ইউনিয়নের যোগাযোগ বন্ধ হয়ে যায়। এসব কাচাঁ রাস্তা গুলো পাকা করণের দাবি জানিয়েছেন ভূক্তভোগী এলাকাবাসী। স্থানীয় সুত্রে জানা যায়,বাংলাদেশের মধ্যে অন্যতম মৎস্য বন্দর মহিপুর। মৎস্য বাজারজাত ও প্রক্রিয়াজাত করণে বাংলাদেশর অন্যতম বানিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত এই বন্দরটি। যেখান থেকে প্রতিবছর শত শত কোটি টাকার মাছ দেশ বিদেশে রপ্তানী করে সরকার রাজস্ব আয় করে থাকে। আর সেই ইউনিয়নবাসী অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার দিক দিয়ে এখনও অনুন্নত। বর্তমান সরকার দেশের প্রতিটি গ্রামের যোাগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য সব থেকে বেশী গুরুত্ব আরোপ করেছেন। কারণ যোগাযোগ ব্যবস্থা একটি এলাকার উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । সেখানে প্রায় ২ যুগ ধরে কোন উন্নয়নের ছোঁয়া পায়নি মহিপুর ইউনিয়নের জনগন। বর্ষার মৌসুমে এই ইউনিয়নের জনগনের জীবনে নেমে আসে চরম দুর্ভোগ। অন্যদিকে ব্যাহত হচ্ছে মানুষের জীবন জীবীকা। এতে জনগনের মাঝে ক্ষোভের সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত। এ ইউনিয়ের জনগনের প্রানের দাবি, মহিপুর থেকে বিপিনপুর ও সেরাজপুর হয়ে ডালবুগঞ্জ ইউনিয়ের সংযোগ কাটাভারানী সেতু, মহিপুর থেকে মনোহারপুর হয়ে মোয়াজ্জেমপুর, নিশান বাড়িয়া এবং ডালবুগঞ্জ সংযোগস্থল গাভ বাড়ীয়া খেয়াঘাট, মহিপুর থেকে বিপিনপুর, নিজামপুর হয়ে নিশান বাড়িয়া খেয়াঘাট (তালতলি উপজেলার সংযোগ) সড়ক গুলো সংস্কার করা জরুরি হয়ে পরেছে। এসব অনুন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থার কারনে মানুষের দৈনন্দিন জীবন দুর্বিষহ হয়ে পরেছে। অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ আন্তরিক হবেন এমন প্রত্যাশা ইউনিয়নবাসীর। এ বিষয়ে মহিপুর ইউনিয়নের চেয়ারম্যান আঃ ছালাম আকন জানান, অভ্যন্তরীণ সড়কগুলোর উন্নয়নে কলাপাড়া উপজেলা এলজিইডি কর্তৃপক্ষের কাছে প্রস্তাবণা দেয়া হয়েছে। আগামী অর্থবছরে এসব সড়ক উন্নয়নের কাজ শুরু হবে। তিনি আরও বলেন, ৪৮ নং ফোল্ডারের বেরীবাধঁ সংস্কার কাজের জন্য পাউবো কর্তৃপক্ষ সড়ক উন্নয়ন কাজ করতে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছেন। এজন্য বেরীবাধঁ সড়কের কাজ করা যাচ্ছে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App