×

সারাদেশ

তাহিরপুর সীমান্তে ভারতীয় কয়লা আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২০, ০৭:২৩ পিএম

তাহিরপুর সীমান্তে ভারতীয় কয়লা আটক

ছবি: প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়েরগড় সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ১৬ হাজার ২ শত ৫০ কেজি কয়লা আটক করেছে। কয়লা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মাকসুদুল আলম।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন(২৮ বিজিবি) সূত্রে জানা যায়, বুধবার ভোর রাতে লাউড়েরগড় সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মো. তোফাজ্জল হোসেনের নেতৃত্বে ও বিএসবি ও ভিআইপি সদস্য ল্যান্স নায়েক আক্তার হোসেন, নায়েক তসলিম উদ্দিন প্রদানের সহযোগিতায় লাউড়েরগড় সীমান্তের যাদুকাটা নদীর ১৫০ গজ বাংলাদেশ অভ্যন্তরে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসার সময় উক্ত কয়লা আটক করা হয়।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা কয়লা ফেলে রেখে পালিয়ে যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App