বিক্ষোভে রণক্ষেত্র লেবানন, হঠাৎ আগাম নির্বাচনের ঘোষণা

আগের সংবাদ

করোনা নিয়ে মানুষ কনফিডেন্স ডেভেলপ করেছে

পরের সংবাদ

আন্ডারস্ক্রিন স্মার্টফোন আনছে শাওমি!

প্রকাশিত: আগস্ট ৯, ২০২০ , ৪:৩৩ অপরাহ্ণ আপডেট: আগস্ট ৯, ২০২০ , ৪:৩৫ অপরাহ্ণ

আগামী মঙ্গলবার বিশ্বের প্রথম আন্ডারস্ক্রিন স্মার্টফোন আনতে যাচ্ছে প্রযুক্তি জায়ান্ট শাওমি। স্মার্টফোনটির নাম ‘মি ১০ আল্ট্রা’। ফোনটিতে থাকবে আন্ডার ডিসপ্লে ক্যামেরা। পিছনে ট্রান্সপারেন্ট প্যানেল থাকবে। তবে এর একটি সিরামিক প্যানেলে আসবে বলেও বলা হচ্ছে। ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের দুটি সংস্করণে আসবে ফোনটি। থাকবে ১২০ মেগাহার্ডজ প্রসেসর। থাকবে ওয়্যারলেস চার্জিংও। দাম পড়বে ৮০ হাজার টাকার মত!

২৫০০-এর বেশি ইউটিউব চ্যানেল সরিয়েছে গুগল, চীনা অ্যাপ বন্ধ করলো ভারত ও আমেরিকাও। বৈশ্বিক সার্চ জায়ান্ট গুগল তাদের বিভিন্ন সেবা প্লাটফর্ম ঝামেলামুক্ত করতে কাজ করছে। এরই অংশ হিসেবে ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউবে ভুল ও বিদ্বেষপূর্ণ তথ্য ছড়ানো ঠেকাতে চীনসংশ্লিষ্ট ২ হাজার ৫০০-এর বেশি চ্যানেল মুছে দিয়েছে প্রতিষ্ঠানটি। খবর সিনেট। বিবৃতিতে গুগল জানায়, গত তিন মাসের মধ্যে চ্যানেলগুলো সরানো হয়েছে। চীন সংশ্লিষ্ট সমন্বিত প্রভাব কার্যক্রমের ওপর চলমান তদন্তের অংশ হিসেবে একযোগে এত বিপুলসংখ্যক চ্যানেল সরানো হয়েছে। এদিকে, ভারতে আবারও ৪৭টি চীনা অ্যাপ নিষিদ্ধ করছে সরকার।

এর আগে জুনের শেষের দিকেই ৫৯টি চীনা অ্যাপ্লিকেশন সরকার “জাতীয় স্বার্থ এবং সুরক্ষা রক্ষা করতে” নিষিদ্ধ করেছিল যার মধ্যে রয়েছে তুমুল জনপ্রিয় টিকটক অ্যাপ্লিকেশনটিও। এদিকে আমেরিকায়ও চলতি সপ্তাহেই ট্রাম্প চীনা অ্যাপকে ‘অবিশ্বস্ত বলে ঘোষনা দেবার পরপরই টিকটক-উইচ্যাট ৪৫ দিনে বন্ধের নির্দেশে সই দিয়েছেন ট্রাম্প!

এসআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়