×

জাতীয়

লাইসেন্সবিহীন হাসপাতাল-ক্লিনিককে আলটিমেটাম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২০, ০৫:৩১ পিএম

লাইসেন্সবিহীন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টি সেন্টারের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। চলতি মাসের ২৩ তারিখের মধ্যে যেসব হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার লাইসেন্স নবায়ন করবে না, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে সেই সব প্রতিষ্ঠানকে বন্ধও ঘোষণা করা হতে পারে।

শনিবার (৮ আগস্ট) ভোরের কাগজকে এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক ডা ফরিদ হোসেন মিঞা। তিনি বলেন, লাইসেন্স আছে এবং নেই এমন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের তালিকা তৈরির জন্য বিভাগীয় শহর, জেলা ও উপজেলা পর্য়ায়ে নির্দেশ দেয়া হয়েছে। সেই তালিকা অনুযায়ীই পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App