×

সারাদেশ

ধুনটে দুই পরিবারের দ্বন্দ্ব, চলাচলের রাস্তা বন্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২০, ০৯:৩২ পিএম

ধুনটে দুই পরিবারের দ্বন্দ্ব, চলাচলের রাস্তা বন্ধ
বগুড়ার ধুনট উপজেলায় দুই পরিবারের দ্বন্দ্বের জের ধরে সরকারি রাস্তায় বাঁশের তৈরী বেড়া দেওয়ায় এলাকাবাসির চলাচলের পথ বন্ধ হয়ে গেছে। ঈদ আনন্দ উৎসবে উচ্চ শব্দে সাউন্ড বক্সে গান বাজানোকে কেন্দ্র করে দুই পরিবারের মাঝে দ্বন্দ্বের সৃষ্টি হয়। জানা গেছে, উপজেলার ভুতবাড়ি গ্রামের মোগল সেখের ছেলে রুবেল হোসেন পেশায় একজন অটোভ্যান চালক। তিনি ঈদের পরের দিন প্রতিবেশী আব্দুল বারিকের বাড়িতে সাউন্ড বক্সে উচ্চ শব্দে গান বাজাতে থাকেন। এ সময় শব্দ দুষণের ফলে প্রতিবেশী লোকজন অতিষ্ট হয়ে পড়েন। এ কারণে রুবেলকে ভলিয়ম কমে দিয়ে গান বাজাতে বলেন প্রতিবেশী মোপাল সেখ। এ ঘটনা নিয়ে মোগল ও মোপালের পরিবারের লোকজনের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে বুধবার সকালের দিকে মোপাল সেখ তার বাড়ির পাশে সরকারি কাঁচা রাস্তায় বাঁশের তৈরী বেড়া দিয়ে চালচালের পথ বন্ধ করে দেন। এতে মোগল সেখের পরিবারের লোকজনসহ এলাকাবাসির যাতায়াতে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। এ অবস্থায় মোগল সেখ তার বাড়ির পাশে একই রাস্তার কমপক্ষে ১০০ মিটার দুরে বাঁশের তৈরী আরো একটি বেড়া দেন। এতে মোপাল সেখের পরিবারের লোকজনসহ স্থানীয়দের চালাচলের বাঁধার সৃষ্টি হয়েছে। উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতিকুল করিম আপেল বলেন, ভুতবাড়ি গ্রামের সরকারি ওই রাস্তা দিয়ে এলাকার কয়েক গ্রামের লোকজন চলাচল করে। দুই পরিবার বিরোধ করে রাস্তায় বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করে দিয়েছেন। উভয় পরিবারের সাথে কথা বলে বেড়া অপসারণ করার ব্যবস্থা নেওয়া হবে। ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত বলেন, এ বিষয়টি কেউ আমাকে বলেননি। তারপরও খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App