×

সারাদেশ

উদ্বোধনের আগেই আড়াই’শ কোটি টাকার প্রকল্পে ধস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২০, ০৯:১১ পিএম

উদ্বোধনের আগেই আড়াই’শ কোটি টাকার প্রকল্পে ধস
উদ্বোধনের আগেই আড়াই’শ কোটি টাকার প্রকল্পে ধস
নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার ও দায়সারা গোছের কাজের কারণে মানিকগঞ্জ-সিংগাইরবাসীর দীর্ঘদিনের কাঙ্খিত আঞ্চলিক মহাসড়কটি উদ্বোধনের আগেই ধসে পড়েছে। এতে সরকারের আড়াই’শ কোটি টাকার প্রকল্প ভেস্তে যেতে বসেছে। কর্তৃপক্ষ ইতিমধ্যেই ধসে পড়া স্থানগুলো মেরামতের চেষ্টা করলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। প্রতিদিনই সড়কটিতে ধস এবং ফাটলের পরিমাণ বাড়ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবী ৪ টি প্যাকেজের মাধ্যমে নির্মিত ২৯ কিলোমিটার সড়কটির এক তৃতীয়াংশ স্থান বন্যার কারণে ফাটল ধরেছে। বাস্তবে দেখা গেছে এর বিপরীত চিত্র । পার্শ্ব ধসের পাশাপাশি অনেক স্থানেই মূল সড়কের পিচ ঢালাইও ভেঙ্গে পড়ছে। সড়কটির নির্মাণ কাজের শুরু থেকেই দৈনিক ভোরের কাগজসহ বিভিন্ন গণমাধ্যমে একাধিক স্বচিত্র সংবাদ প্রকাশিত হলেও টনক নড়েনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। আর এ সুযোগে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো তাদের ইচ্ছেমতো নির্মাণ কাজ সম্পন্ন করেন। চলতি বর্ষায় সড়ক সংলগ্ন খালটিতে পানি আসলে দক্ষিণ পাশের রক্ষাপ্রদ (গাইড ওয়াল) ক্ষতিগ্রস্থ হয়ে ফুটপাতসহ সড়কের বিভিন্ন স্থানে ধস শুরু হয় এবং কিছু কিছু অংশে এক ফুট পর্যন্ত দেবে যায়। এতে সড়কটিতে যানচলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সেই সঙ্গে অতিরিক্ত লোড নিয়ে ভারী যানবাহন চলাচলও সড়কের পার্শ্ব ধসে প্রভাব ফেলছে। এছাড়া সড়কটির নির্মাণ পরিকল্পনায় ঘাটতি থাকায় এটি এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে বলে অভিজ্ঞমহল মনে করছেন । ফলে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। ঝড়ছে প্রাণ। এদিকে, গাইডওয়াল রক্ষায় জিও ব্যাগ এবং ফাটল মেরামতে কনক্রিট ব্যবহার করে ধস প্রতিরোধের চেষ্টা করছেন সংশ্লিষ্ট ঠিকাদাররা। শনিবার (৮ আগস্ট) সকাল ১০ টার দিকে হেমায়েতপুর-সিংগাইর আঞ্চলিক মহাসড়কের আজিমপুর এলাকায় ধসে পড়া স্থান পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য কন্ঠশিল্পী মমতাজ বেগম ও মানিকগঞ্জের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী গাউসুল হাসান মারুফসহ সংশ্লিষ্টরা। এ সময় স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাহী প্রকৌশলী জানান, নির্মিত সড়কটি চলমান বন্যার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। মেরামত কাজও অব্যাহত রয়েছে। তিনি আরো বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠানগুলো আগামী ৩ বছর পর্যন্ত সড়কটির যে কোনো ধরনের ক্ষয়ক্ষতি মেরামতে বাধ্য থাকবে। মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কন্ঠশিল্পী মমতাজ বেগম বলেন, এটি সিংগাইর তথা মানিকগঞ্জবাসীর স্বপ্নের সড়ক। ইতিমধ্যেই সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলীর সাথে আমার কথা হয়েছে। সড়কটি রক্ষায় তারা সবরকম পদক্ষেপ নিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App