×

জাতীয়

শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২০, ১১:৫১ এএম

শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী

শেখ ফজিলাতুন্নেছা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী আজ শনিবার (৮ আগস্ট)। মহীয়সী এই নারী ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে নিহত হয়েছেন।

বাংলাদেশের স্বাধীনতাসহ সব সোনালি অর্জনের নেপথ্য প্রেরণাদাত্রী এই নারীর জন্মবার্ষিকী স্বাস্থ্যবিধি মেনে পালন করবে আওয়ামী লীগ। আজ সকাল ৯টায় বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, কোরানখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে দলটি।

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বঙ্গমাতার জন্মবার্ষিকী পালন করতে আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের সব স্তরের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানান।

বিদ্রোহী কবি কাজী নজরুল লিখেছিলেন, ‘বিশ্বে যা কিছু চির সুন্দর, কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর’। বেগম মুজিবের জীবনী বিশ্লেষণে আমরা কবির কবিতার যথার্থ প্রতিফলন পাই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App