×

সারাদেশ

আখাউড়ার হাজার বছরের ওরস হচ্ছে না

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২০, ০৯:০৫ পিএম

আখাউড়ার হাজার বছরের ওরস হচ্ছে না
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার হযরত শাহ সৈয়দ আহম্মদ গেছুদারাজ (রহ.) প্রকাশ কল্লা শহীদ মাজারের হাজার বছরের ঐতিহ্যের ওরস এবার অনুষ্ঠিত হচ্ছে না। শনিবার (৮ আগস্ট) দুপুরে মাজার শরীফের ভিআইপি রুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কমিটির পক্ষ থেকে এ তথ্য জানিয়ে ১০ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত ভক্তদের না আসার অনুরোধ জানানো হয়। একইসঙ্গে বিষয়ে আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তথা মাজার শরীফ পরিচালনা কমিটির সহ-সভাপতি মোহাম্মদ নূর-এ-আলম এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছেন বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাজার শরীফ পরিচালনা কমিটির সাধারন সম্পাদক মো. ছালেহ নেওয়াজ খাঁন খাদেম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূইয়া, ইউএনও মোহাম্মদ নূর-এ-আলম, সহকারি কমিশনার (ভূমি) মো. মেজবাহ উল আলম ভূইয়া প্রমুখ।সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশেও করোনা ভাইরাস বিস্তার লাভ করায় গত ৪ আগস্ট মাজার পরিচালনা কমিটির বিশেষ সভায় ওরস না হওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত বাস্তবায়নে আইন শৃংখলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App