×

আন্তর্জাতিক

১৯১ আরোহী নিয়ে দুর্ঘটনার কবলে এয়ার ইন্ডিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২০, ১০:৩৫ পিএম

১৯১ আরোহী নিয়ে দুর্ঘটনার কবলে এয়ার ইন্ডিয়া
ভারতের কেরালা রাজ্যের কোঝিকোড়ের কারুপুর বিমানবন্দরে ১৯১ যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে পরেছে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী একটি বিমান। পাইলটসহ দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এঘটনায় আহত হয়েছে বিমানের কমপক্ষে ৫০ যাত্রী। আহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের। শুক্রবার (৭ আগস্ট) রাত পৌনে ৮টা নাগাদ এ দুর্ঘটনা ঘটে। করোনা-পরিস্থিতির আবহে বিদেশে আটকে পড়া ভারতীয়দের এ দেশে নিয়ে আসছিল দুর্ঘটনাগ্রস্ত এয়ার ইন্ডিয়ার এক্স ১৩৪৪ বিমানটি। দুবাই থেকে কোঝিকোড়গামী ওই বিমানে কর্মী ও যাত্রী-সহ মোট ১৯১ জন ছিলেন বলে জানা গিয়েছে। দেশটির বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রনালয়ের পক্ষ থেকে রাজীব জৈন জানিয়েছেন, ওই বিমানে ১৭৪ জন যাত্রী, ১০ শিশু, ২ জন বিমানচালক এবং ৫ জন বিমানকর্মী ছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম জানায়, কারুপুর বিমানবন্দরে নামার সময় বিমানটির চাকা পিছলে গিয়ে বিমানটি দু’টুকরো হয়ে যায়। ঘটনাস্থলে ২৪টি অ্যাম্বুল্যান্স এবং দমকলবাহিনী-সহ দেশটির জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী গিয়ে উদ্ধারকাজ শুরু করেছে। বিমানে আটকে পড়া সকলকেই উদ্ধার করা সম্ভব হয়েছে বলে বিমানবন্দর সূত্র জানিয়েছে ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App