×

সারাদেশ

শিবগঞ্জ ইউএনওসহ আরও ৪৫ জন ক‌রোনায় আক্রান্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২০, ১২:০৩ পিএম

শিবগঞ্জ ইউএনওসহ আরও ৪৫ জন ক‌রোনায় আক্রান্ত

আলমগীর কবীর

বগুড়ায় শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলমগীর কবীরসহ আরও ৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্ত ৪৫ জনের মধ্যে পুরুষ ২৬ জন, ১৭ জন নারী এবং বাদবাকি ২ জন শিশু। শুক্রবার সকাল ১১টার দিকে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। করোনা পরিস্থিতি নিয়ে ব্রিফিং করেন বগুড়া সিভিল সার্ জন অফিসের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম নির্ঝর। তিনি জানান, জেলায় বর্তমানে ৫ হাজার ৯৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর নতুন করে ৬১ জন সুস্থ হওয়ায় সুস্থতার সংখ্যা বেড়ে ৩হাজার ৮৩৩ জনে দাঁড়িয়েছে। তবে ৬ আগস্ট সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় করোনায় আরও দুই জন মারা যাওয়ায় মোট মৃত্যুর সংখ্যা ১১৪ জনে দাঁড়িয়েছে। মারা যাওয়া দুই ব্যক্তিরা হলেন- ববগুড়া সদরের গোদারপাড়া এলাকার গোলাম মোস্তফা (৫০) এবং অপর জন সিরাজগঞ্জের বাসিন্দা রেজাউল করিম (৫৬)। জেলা স্বাস্থ্য দপ্তরের নিয়মিত ওই ব্রিফিংয়ে জানানো হয়, ৬আগস্ট, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) পিসিআর ল্যাবে পরীক্ষা করা ১৮৮ নমুনায় ৩৭ জনের পজিটিভ এবং বেসরকারি টিমসি ল্যাব থেকে বগুড়ার ১২টি নমুনায় ৮ জনের পজিটিভ এসেছে। নতুন আক্রান্ত ৪৫ জনের উপজেলাভিত্তিক তথ্য বিশ্লেষণে সদরে ২৯ জন, শাজাহানপুরে ৬ জন, ধুনটে ৪ জন, শেরপুরে ২ জন, শিবগঞ্জ, দুপচাঁচিয়া, কাহালু ও গাবতলীতে এক জন করে। ডা. ফারজানুল ইসলাম নির্ঝর আরও জানান, নতুন করে আক্রান্ত ৪৫ জনের তেমন কোনো উপসর্গ না থাকায় তাদেরকে নিজ নিজ বাড়িতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিতে বলা হয়েছে। তবে প্রয়ো জন হলে তাদেরকে হাসপাতালে যেতে বলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App