×

সারাদেশ

মেঘনার পানিতে পুরো চাঁদপুর শহর প্লাবিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২০, ১০:৪৮ এএম

মেঘনার পানিতে পুরো চাঁদপুর শহর প্লাবিত

জোয়ারের পানি অব্যাহত।

মেঘনার পানিতে পুরো চাঁদপুর শহর প্লাবিত

দুর্ভোগে নগরবাসী

পূর্ণিমার প্রভাব কেটে গেলেও দক্ষিণা বাতাসে ফুলে-ফেঁপে উঠেছে পদ্মা-মেঘনা। যার ফলে চাঁদপুরে বিপদসীমার ৫৫ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। জোয়ারে মেঘনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় চাঁদপুর শহরের বিভিন্ন এলাকার রাস্তাঘাট প্লাবিত হয়েছে। এতে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে শহর রক্ষা বাঁধ। ৫ আগস্ট বুধবার দুপুরের পর থেকেই জোয়ারের পানি বৃদ্ধি পায়।

বিকেল গড়াতেই চাঁদপুর শহরের মেঘনা-ডাকাতিয়ার তীরবর্তী পুরাণবাজার হরিসভা, নিতাইগঞ্জ, রয়েজ রোড়, লোহার পোল, ঘোষপট্টি, নতুনবাজারের পাল বাজার, বঙ্গবন্ধু সড়ক,পালপাড়া নতুন আলিমপাড়া,রহমতপুর কলোনি, হাজি মহসিনরোড, জেএম সেনগুপ্ত রোড, কুমিল্লারোডস, কোড়ালিয়ারোড ও নিন্মাচল নাজির পাড়া সহ প্রায় প্রতিটি এলাকায় পানি উঠেগেছে এর মধ্যে বিভিন্ন এলাকায় হাঁটু সমান পানি উঠে যায়।

কোনো কোনো আবাসিক এলাকার পানিবন্ধি হয়ে সেখানকার মানুষজন চরম দুর্ভোগের শিকার হতে পারে। তবে পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, বন্যার শঙ্কা থাকলেও চাঁদপুর শহর অঞ্চলের মেঘনার পানি জোয়ারে বাড়ে এবং ভাটায় নেমে যায়। তাই এখানে বন্যার পানি স্থিতিশীল থাকছে না। এদিকে পদ্মা-মেঘনার পানি বৃদ্ধির ফলে চরাঞ্চলসহ নদীর পাড়ের মানুষগুলো আছেন অনেক কষ্টে।

[caption id="attachment_235821" align="aligncenter" width="460"] দুর্ভোগে নগরবাসী[/caption]

উত্তাল পদ্মা-মেঘনার প্রভাবে চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর, ইব্রাহীমপুরের আলুর বাজার, হাইমচর উপজেলার ঈশানবালার বসবাসরত চরবাসীর সীমাহীন দুর্ভোগের শিকার হয়েছে।

ইতোমধ্যেই উল্লেখিত এলাকার ৫শতাধিক পরিবার ভাঙনের মুখে বসতভীটে হীন হয়েছে। পানি উন্নয়ন বোর্ড চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী বাবুল আক্তার জানান, পূর্ণিমার প্রভাব দুদিন আগে কেটে গেল এখন দক্ষিণা বাতাস বইছে। ফলে নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। চাঁদপুর মেঘনায় বিপদসীমার ৫৫ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ইনশাআল্লাহ ভাঙন মোকাবেলায় সার্বিক প্রস্তুতি নেওয়া আছে।তিনি আরো জানান, চাঁদপুর শহর রক্ষা বাঁধ দীর্ঘদিন সংস্কার না করায়, বর্ষা মৌসুম এলেই প্রচণ্ড পানির চাপে ঝুঁকিপূর্ণ হয়ে উঠে। তবে শহর রক্ষা বাঁধের হরিসভা এলাকায় ভাঙন মোকাবেলায় বালি ভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App