×

সারাদেশ

পর্যটকদের পদভারে মুখরিত তাহিরপুর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২০, ১০:০৫ পিএম

পর্যটকদের পদভারে মুখরিত তাহিরপুর
পর্যটকদের পদভারে মুখরিত তাহিরপুর
পর্যটকদের পদভারে মুখরিত তাহিরপুর
পর্যটকদের পদভারে মুখরিত তাহিরপুর
প্রাণঘাতী করোনা মহামারী, দফায় দফায় বন্যায় বিপর্যস্থ হলেও পর্যটকদের পদভারে মুখরিত তাহিরপুর উপজেলার পর্যটন স্পট গুলো। নীল জলের দিগন্ত টাঙ্গুয়ার হাওর, মেঘালয় খাসিয়া পাহাড়ের পাদদেশে অবস্থিত আকাশ আর জলের মাখামাখি শহীদ সিরাজ লেক (নিলাদ্রী লেক), গন আর সবুজের সমাহার নয়নাভিরাম বারেকটিলা, সারিসারি শিমুল আর লেবু গাছের সমারোহ জয়নাল আবেদীন শিমুল বাগান, নুরী আর বালির স্পষ্ঠ খেলা দেখার রূপের নদী যাদুকাটা, পাহাড়ী ঝর্না আর সাদা পাথরের মিলন মেলা লাকমাছড়াসহ উপজেলার পর্যটন স্পট গুলো পর্যটকদের পদভারে মুখরিত হয়ে উঠেছে। ঈদের দিন বিকাল থেকে প্রতিদিন শতাধিক নৌকা নিয়ে মাইক, সাউন্ডবক্স বাজিয়ে পর্যটকরা স্পটগুলোতে ঈদের আনন্দ ভাগাভাগি করছেন। যে যার মতো গান-বাজনা নেচে গেয়ে আনন্দ উপভোগ করছেন। তাদের মনে নেই কোন করোনা ভয়। অন্যান্য বছর ঈদের দিন থেকে ঈদের তিনদিন পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ. ভৈরব, মৌলভীবাজার, হবিগঞ্জ সিলেট সহ বিভিন্ন বিভাগীয় শহর থেকে পর্যটক আসলেও এবার করোনার কারণে তারা আসেনি। তবে বাহিরের পর্যটক না আসলেও সুনামগঞ্জ, মোহনগঞ্জ, কলমাকান্দা, নেত্রকোনা, জামালগঞ্জ, মধ্যনগর, ধর্মপাশাসহ বিভিন্ন জেলা, উপজেলা থেকে শত শত নৌকা নিয়ে পর্যটন স্পট গুলোর উচু নিচু টিলা, হাওর ও পাহাড়ী ছড়ার মনোরম দৃশ্য উপভোগ করছেন স্থানীয় পর্যটকরা। অপরদিকে বাহির বিভাগের পর্যটকরা না আসায় স্থানীয় মোটরসাইকেল চালক, ইঞ্জিন নৌকা চালক ও দোকানদারা হতাশা প্রকাশ করেছেন। তারা বলেছেন, এবার করোনার কারণে বাহির থেকে পর্যটকরা না আসায় তারা বেশ ক্ষতিগ্রস্থ্য হয়েছেন বলে জানিয়েছেন। নেত্রকোনা থেকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসা খোকন বললেন, করোনার শুরু থেকে ঘরে থাকতে থাকতে অতিষ্ট হয়ে উঠেছিলাম। তাই ঈদ উলক্ষে করোনা ভয়কে উপক্ষো করে বারেকটিলা, টাঙ্গুয়া হাওর, শহীদ সিরাজ লেক (নিলাদ্রী), শিমুল বাগানসহ আকর্ষণীয় স্থানগুলো ঘুরে ঘুওে এখানকার সৌন্দর্য উপভোগ করেছি। ধর্মপাশা উপজেলার গাবী গ্রাম থেকে ৪০জন পর্যটক নিয়ে আসা সামিউল হক সৌরভ বলেন, করোনার কারণে পর্যটন স্পটগুলোর বেশীর ভাগ দোকান পাট বন্ধ থাকায় নিজেরাই ট্রলারে রান্না বান্নার কাজ করে সবাই মিলে মিশে খাবার খাচ্ছি। পর্যটন এলাকায় কিছু দোকানপাট খোলা থাকলেও তারা চড়া দামে খাবার বিক্রি করছেন। তাহিরপুর থানার ট্যাকেরঘাট পুলিশ ক্যাম্প ইনচার্জ এএসআই আবু মোছা জানান, এবার করোনার কারণে বাহির থেকে পর্যটক না আসলেও স্থানীয় পর্যটকদের ভিড় অনেক বেশী। ঈদের দিন বিকাল থেকে শত শত নৌকায় করে পর্যটকরা ট্যাকেরঘাট শহীদ সিরাজ লেকের পাশে অবস্থান করে ঈদ আনন্দ উপভোগ করছেন। তিনি বলেন, পুলিশ চেষ্টা করছে পর্যটকদের সামাজিক ও শারিরিক দুরুত্ব বজায় রাখতে। সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মাকসুদুল আলম আর্টিলারী জানিয়েছেন, তাহিরপুর উপজেলার পর্যটন স্পটগুলো সীমান্তবর্তী এলাকায় হওয়াতে আগত পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে পুলিশের পাশাপাশি বিজিবির টহলও অব্যাহত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App