×

আন্তর্জাতিক

ডুবে গেছে মুম্বাই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২০, ১২:৪২ পিএম

ডুবে গেছে মুম্বাই

মুম্বাইয়ে ভারী বৃষ্টি

ডুবে গেছে মুম্বাই

তলিয়ে গেছে মুম্বাইয়ের রাস্তাঘাট

এক দিকে বৃষ্টি, অপর দিকে নতুন করে ঝড়ো হাওয়া। গতকাল সন্ধ্যায় সর্বোচ্চ ১০৭ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে গেছে। এতে করে গত কয়েকদিনের তুমুল বৃষ্টি ও ঝড়ো বাতাসে বেহাল অবস্থায় পড়েছে ভারতের বাণিজ্যনগরী মুম্বাই।  শহরের প্রধান দু'টি লেকের পানি উপচে পড়েছে। বিদ্যুৎহীন বিস্তীর্ণ এলাকা।

বিভিন্ন এলাকায় পানিবন্দি মানুষকে উদ্ধারে নামানো হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর। সব মিলিয়ে শহরে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

[caption id="attachment_235855" align="alignnone" width="1063"] তলিয়ে গেছে মুম্বাইয়ের রাস্তাঘাট[/caption]

আপাতত মুম্বাইয়ের এই বিপদ কাটার কোনো লক্ষণ নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বরং বৃহস্পতিবারও নগরীর বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে তারা। বেশ কয়েকটি এলাকায় অস্থায়ী ত্রাণ শিবিরও খোলা হয়েছে।

পানি জমে বিভিন্ন রাস্তা বন্ধ হওয়ার পাশাপাশি গাছ পড়েও রাস্তা বন্ধ হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সাধারণ মানুষকে বাড়ির বাইরে না বের হওয়ার আবেদন করেছে রাজ্য সরকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App