×

আন্তর্জাতিক

ক্ষুব্ধ বাসিন্দারা বিস্ফোরণের জবাব চাচ্ছে

Icon

nakib

প্রকাশ: ০৬ আগস্ট ২০২০, ০৫:৫৫ পিএম

ক্ষুব্ধ বাসিন্দারা বিস্ফোরণের জবাব চাচ্ছে

বিধ্বস্ত বৈরুত বন্দরের চারদিক।

অবহেলার কারণে ভয়াবহ বিস্ফোরণের অভিযোগে লেবাননের জনতা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে সরকারের কাছে ব্যাখ্যা দাবি করছে। ২ হাজার ৭৫০ টন অ্যমোনিয়াম নাইট্রেট অনিরাপদ অবস্থায় স্টোর করে রাখায় এ বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট মিসেল অউন। অনেকে এতে কর্তৃপক্ষের দুর্নীতি, অবহেলা ও অব্যবস্থাপনাকে দায়ি করেছে। “বৈরুত কান্না করছে, বৈরুত চিৎকার করছে, মানুষ দিশাহার এবং ক্লান্ত” বলছিলেন ছবি নির্মাতা জুড চেহাব। ভয়াবহ এ ঘটনায় এখন পর্যন্ত ১৩৭ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে আরও ৫ হাজারের বেশি মানুষ। এখনো কয়েক ডজন মানুষ নিখোঁজ রয়েছে। তাছাড়া ২ সপ্তাহের জরুরি অবস্থা শুরু হয়েছে। কৃষি ক্ষেত্রে সার হিসেবে এসব অ্যমোনিয়াম নাইট্রেট ব্যবহার করার কথা থাকলেও ৬ বছর যাবৎ এগুলো বন্দরে স্তুপ করে রাখা হয়েছিল। বন্দরের প্রধান ও শুল্ক কর্তৃপক্ষ বলছে তাদের পক্ষ থেকে সরকারকে চিঠি দিয়ে এসব অনিরাপদ নাইট্রেট সরিয়ে নিতে কিংবা রপ্তানী করতে অনুরোধ কার হয়। তবে কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ না নেয়ায় এ ভয়াবহ দুর্ঘটনায় পতিত হয় বৈরুত বন্দর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App