×

আন্তর্জাতিক

কাঁপলো আড়াইশ কিলোমিটার দূরের সাইপ্রাসও

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২০, ০২:৪৭ এএম

কাঁপলো আড়াইশ কিলোমিটার দূরের সাইপ্রাসও

আড়াইশ মাইল দূর থেকে কম্পন অনুভূত

পারমাণবিক বোমার মতো লেবাননের রাজধানী বৈরুতে বিস্ফোরণের সেই ধাক্কা লেগেছে প্রায় আড়াইশ কিলোমিটার দূরে সাইপ্রাস শহরেও। ভয়াবহ বিস্ফোরণের কম্পন অনুভূত হয়েছে।

বৈরুতের বন্দর এলাকায় সন্ধ্যার পরে পর পর দুটি ভয়ঙ্কর বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই বিস্ফোরণ কাঁপিয়ে দেয় গোটা রাজধানী শহরকে। শহরের বাসিন্দারা আকাশে ধোঁয়ার লাল কুণ্ডুলী দেখতে পান।

বিস্ফোরণের বিকট শব্দে স্থানীয় ও প্রবাসীসহ বাসিন্দাদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। বাসিন্দাদের তোলা ভিডিও এবং ছবিতে শহর জুড়ে ভবনগুলোর দরজা ও জানালার গ্লাস ভেঙে রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে। বিস্ফোরণে ভূমিকম্পের মতোই অনুভূত হয়।

তবে বিবিসি জানিয়েছে, বৈরুত থেকে আড়াইশ কিলোমিটার দূরের শহর সাইপ্রাসেও সেই কম্পন অনুভূত হয়েছে। অনেকেই আতঙ্কিত হয়ে পড়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App