করোনা পরিস্থিতিতে সারা দেশের মতো মানিকগঞ্জে কর্মরত সাংবাদিকরাও পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত সহায়তা চেক। বুধবার (৫ আগস্ট) সকালে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে মানিকগঞ্জে কর্মরত সাংবাদিকদের মধ্য ৩১ জনের হাতে ১০ হাজার টাকার চেক তুলে দেয়া হয়। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সারা দেশে কর্মরত সাংবাদিকদের প্রদান করা হয় প্রধানমন্ত্রীর সহায়তা চেক।
মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানুর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস। এছাড়া বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।