আন্তর্জাতিক ক্রিকেটে এতদিন সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর তালিকায় কোনো অধিনায়ক হিসেবে সবার উপরে ছিলেন মন্দ্রে সিং ধোনি। ধোনির দীর্ঘদিন টিকে থাকা এ রেকর্ড ভেঙে দিলেন ইয়ন মরগ্যান। মঙ্গলবার সাউদাম্পটনের অ্যাগাস বোলে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ধোনিকে পেছনে ফেলেন এ ইংলিশ দলপতি।
অধিনায়ক হিসেবে ২১২ তম ছক্কা হাঁকিয়েছেন মরগ্যান। ধোনির চেয়ে অর্ধেকেরও কম ম্যাচে এই রেকর্ড গড়েছেন তিনি। অধিনায়ক হিসেবে তিন ফরমেট মিলিয়ে ২১১ ছক্কা হাঁকাতে ধোনির লেগেছিল ৩৩২ ম্যাচ, মরগ্যানের লাগলো ১৬৩টি।
তবে ক্যারিয়ারে তিন ফরমেট মিলিয়ে ছক্কার হিসেব করলে এখনও এগিয়ে আছেন ধোনি। ভারতের সাবেক অধিনায়কের নামের পাশে ৩৫৯ ছক্কা। অন্যদিকে মরগ্যান তিন ফরমেট মিলিয়ে ছক্কা হাঁকিয়েছেন ৩২৮টি।
অধিনায়ক হিসেবে ছক্কা হাঁকানোর তালিকায় তৃতীয় অবস্থানে আছেন রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক দলকে নেতৃত্ব দেয়া ম্যাচে ছক্কা হাঁকিয়েছেন ১৭১টি। ১৭০ ছক্কায় পরের অবস্থানে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।