×

জাতীয়

ভয়াবহতম নৌ দুর্ঘটনার দিন আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২০, ১০:৫৬ এএম

ভয়াবহতম নৌ দুর্ঘটনার দিন আজ

ফাইল ছবি

ছয় বছর আগে আজকের এই দিনে আড়াই শতাধিক যাত্রী নিয়ে পদ্মা নদীতে ডুবে যায় পিনাক-৬ নামের একটি লঞ্চ। যা স্মরণকালে দেশের অন্যতম ভয়াবহ নৌদুর্ঘটনা। দুর্ঘটনার পর ৪৯ জনের মরদেহ উদ্ধার হয়।

২০১৪ সালের চৌঠা আগস্ট আড়াই শতাধিক যাত্রী নিয়ে পদ্মায় ডুবে যায় পিনাক-৬। এসময় ৪৯ জনের মরদেহ উদ্ধার হয়। যাদের মধ্যে ২১ জনকে অজ্ঞাতনামা হিসেবে দাফন করে ডিএনএ সংরক্ষণ করা হয়। তবে ৬ বছরেও মেলেনি তাদের স্বজনদের খোঁজ। ভয়াবহ এই দুর্ঘটনায় নিখোঁজ ছিল আরও ৬৪ জন।

আগ্রহীরা চাইলে ডিএনএ টেস্ট করে দেহাবশেষ নিতে পারবে বলে জানান জেলা প্রশাসক। আজও সেই দুর্ঘটনার কথা মনে পড়লে আঁতকে ওঠেন প্রত্যক্ষদর্শীরা।

আর যেন এমন দুর্ঘটনা না ঘটে প্রত্যাশা সাধারণ যাত্রীদের। তবে বাস্তবে ভিন্ন চিত্র দেখা গেলেও এখন আর ধারণ ক্ষমতার বাইরে যাত্রী উঠানো হয় না বলে দাবি কর্তৃপক্ষের। এ বিষয়ে বিআইডব্লিউটিএ'র জনজরদারি বাড়ানোয় লঞ্চে অতিরিক্ত যাত্রী নেয়া কমেছে বলে জানান, মাদারীপুরের কাঁঠালবাড়ী ঘাটের ট্রাফিক ইন্সেপেক্টর (বিআইডব্লিউটিএ) মোহাম্মদ আক্তার হোসেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App