×

আন্তর্জাতিক

করোনায় আক্রান্ত কসোভোর প্রধানমন্ত্রী আবদুল্লাহ হোটি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২০, ১২:২০ পিএম

করোনায় আক্রান্ত কসোভোর প্রধানমন্ত্রী আবদুল্লাহ হোটি

কসোভোর প্রধানমন্ত্রী আবদুল্লাহ হোটি।

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পূর্ব ইউরোপের কসোভোর প্রধানমন্ত্রী আবদুল্লাহ হোটি। ফেইসবুক পেইজে দেয়া এক পোস্টে তিনি নিজেই কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রী আবদুল্লাহ হোটি বলেন, হালকা কাশি ছাড়া আমার আর কোনো উপসর্গ নেই। আমি সুস্থ আছি। আগামী দুই সপ্তাহ বাসাভবনে আইসোলেশনে থাকবে।

কসোভোয় করোনা সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। ফলে সংক্রমণ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে না পারায় দেশজুড়ে হোটি সরকারের সমালোচনাও চলছে। এ দেশটিতে মার্চের মাঝামাঝি প্রথম রোগী শনাক্ত হয়েছিল।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ড্যাশবোর্ড অনুযায়ী, সোমবার পর্যন্ত কসোভোয় শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৪৯ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৫৬ জনের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App