×

রাজধানী

ঈদ ফেরত মানুষ, সরগরম কমলাপুর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২০, ০২:১০ পিএম

ঈদ ফেরত মানুষ, সরগরম কমলাপুর

কমলাপুর স্টেশন। ছবি: ভোরের কাগজ।

ঈদ ফেরত মানুষ, সরগরম কমলাপুর

কমলাপুর স্টেশন। ছবি: ভোরের কাগজ।

ঈদ ফেরত মানুষ, সরগরম কমলাপুর

কমলাপুর স্টেশন। ছবি: ভোরের কাগজ।

ঈদ ফেরত মানুষ, সরগরম কমলাপুর

কমলাপুর স্টেশন। ছবি: ভোরের কাগজ।

রাজধানীর কমলাপুর রেল স্টেশন আবারো সরগরম হয়ে উঠেছে। কর্মস্থলে ফিরতে শুরু করেছে নাড়ির টানে করোনা উপেক্ষা করে বাড়ি যাওয়া মানুষ জন। গত ১ ও ২ আগস্ট বন্ধ থাকার পরে সোমবার ও আজ ট্রেনে করে রাজধানীতে ফিরছেন শত শত যাত্রী।

[caption id="attachment_235506" align="aligncenter" width="687"] কমলাপুর স্টেশন। ছবি: ভোরের কাগজ।[/caption]

আজ মঙ্গলবার (৪ আগস্ট) কমলাপুরে দেশের বিভিন্ন স্থান থেকে ১২ জোড়া ট্রেনে করে ঈদ ফেরৎ মানুষ আসছেন বলে জানিয়েছেন স্টেশন ম্যানেজার আমিনুল হক।

[caption id="attachment_235507" align="aligncenter" width="687"] কমলাপুর স্টেশন। ছবি: ভোরের কাগজ।[/caption]

তিনি জানান, স্বাস্থ্যবিধি মেনে প্রতি দু সিটে ১ যাত্রী নিয়ে ট্রেনগুলো আসছে। ট্রেনের ভিতর ও স্টেশনে পুরোপুরি স্বাস্থ্য বিধি মেনেই রেল চলাচল করছে। সকাল থেকে রাত পর্যন্ত মোট ১২ টি ট্রেন আসবে ও ১২ টি ট্রেন স্টশন থেকে ছেড়ে যাবে। ট্রেনে কোনো অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছে না, যাত্রীদের মাকস পরা বাধ্যতামুলক। সেই সাথে নিরাপত্তা কর্মী ও গার্ড সকলেই স্বাস্থ্যবিধি মেনে ডিউটি করছেন। অনলাইনে টিকেট বিক্রি হওয়ার স্টেশনগুলোতে কোনো কাউন্টারে টিকেট বিক্রি হচ্ছে না, তাই অনাকাঙ্খিত যাত্রীর চাপ নেই।

[caption id="attachment_235508" align="aligncenter" width="687"] কমলাপুর স্টেশন। ছবি: ভোরের কাগজ।[/caption]

তিনি আরো জানান, অন্যান্য বার ঈদে রেলওয়ের ২ লাখের ওপর যাত্রী বহন করলেও এবারে সারা দেশে ১৭ জোড়া ট্রেনে করে প্রায় ১৩-১৪ হাজর হাজারের মত যাত্রী যাতয়াত করছে। ছাদে বা দাড়িয়ে যাবার কোন সুযোগ নেই। ট্রেনে ভিতরে স্ট্রেলাইজড করা হচ্ছে, যাত্রীরা স্টেশনে প্রবেশের সময জীবানুনাশক মেশিনের মধ্যদিয়ে প্রবেশ করছেন। যাত্রী ছাড়া কাউকে স্টেশনে ঢোকার অনুমতি দেয়া হচ্চে না বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App