×

আন্তর্জাতিক

করোনা ঠেকাতে বিশ্বজুড়ে বিচিত্র মাস্ক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ আগস্ট ২০২০, ০৬:১৫ পিএম

করোনা ঠেকাতে বিশ্বজুড়ে বিচিত্র মাস্ক

স্কার্ট থেকে মাস্ক

করোনা ঠেকাতে বিশ্বজুড়ে বিচিত্র মাস্ক

ছবির-চরিত্ররা-যখন-মাস্কে

করোনা ঠেকাতে বিশ্বজুড়ে বিচিত্র মাস্ক

শিল্পী যখন মাস্কে

করোনা ঠেকাতে বিশ্বজুড়ে বিচিত্র মাস্ক

মাস্কে যখন মুক্তা

করোনা ঠেকাতে বিশ্বজুড়ে বিচিত্র মাস্ক

সবজি যখন মাস্ক

করোনা ঠেকাতে বিশ্বজুড়ে বিচিত্র মাস্ক

মাস্ক হিসেবে পানির জার

করোনা ঠেকাতে বিশ্বজুড়ে বিচিত্র মাস্ক

প্লাস্টিকের বোতল যখন মাস্ক

করোনা ঠেকাতে বিশ্বজুড়ে বিচিত্র মাস্ক

বিয়ের পোশাক যখন সুদৃশ্য মাস্ক

করোনা ঠেকাতে বিশ্বজুড়ে বিচিত্র মাস্ক

কুড়িয়ে পাওয়া আবর্জনা থেকে মাস্ক

করোনা ঠেকাতে বিশ্বজুড়ে বিচিত্র মাস্ক

মাস্কে যখন মুক্তা

করোনামহামারীতে পুরো বিশ্ব স্তব্ধ। নিরাপদে থাকতে আপাতত মাস্কের কোনো বিকল্প নেই। সমগ্রবিশ্ব তাই মাস্কের ব্যবহারের ওপর জোর দিচ্ছে। তবে এই মাস্ক কেন সাদামাটা হবে? কে বলেছে নিজেকে সুরক্ষিত রাখার সময়ে সুন্দর দেখানো যাবে না! মাস্ককে আরও বেশি গ্ল্যামারাস করে তুলতে বিশ্বের ডিজাইনাররা তাই এখন ব্যস্ত। ফ্যাশনেবল থেকে শুরু করে পোশাকের সাথে ম্যাচিং হিসেবেও ভিন্নধর্মী মাস্ক তৈরি করছেন ডিজাইনাররা। সুন্দরের সঙ্গে করোনাকে রুখতে তাদের এই প্রয়াস। বিশ্বের বিভিন্ন ধরনের বাহারি এসব মাস্ক দেখুন- [caption id="attachment_235111" align="aligncenter" width="980"] শিল্পী যখন মাস্কে।[/caption] অস্ট্রিয়ার শিল্পী ম্যাথিয়াস বিভিন্ন জনপ্রিয় ছবির তারকাদের ফুটিয়ে তুলেছেন মাস্কে। ম্যাথিয়াস প্রতিদিন সন্ধ্যায় একটি মাস্কে এমন ছবির তারকাদের জন্ম দেন ও তার ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন। আপাতত তিনি নিজের জন্যই এমন ডিজাইনিং মাস্কগুলো তৈরি করছেন। [caption id="attachment_235108" align="aligncenter" width="700"] স্কার্ট থেকে মাস্ক[/caption] অব্যবহৃত স্কার্ট থেকে মাস্ক তৈরি করছেন লাইবেরিয়ার গার্মেন্টস কর্মীরা। ‘দ্যা বম্বশেল ফ্যাক্টরির’ সব নারী কর্মীরা মিলে বিক্রি হয়নি এমন স্কার্ট কেটে তৈরি করেছে মাস্কটি। মাস্কগুলো তৈরি করে গৃহহীন অসহায় মানুষদের দান করেছে তারা। নারীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে এই গার্মেন্টস ফ্যাক্টরি কাজ করছে। [caption id="attachment_235110" align="aligncenter" width="720"] ছবির-চরিত্ররা-যখন-মাস্কে। জোকারের চরিত্র মাস্কে ফুটিয়ে তুলেছেন একজন[/caption] বিভিন্ন চরিত্রে অভিনেতারা অনেক সময় নিজেদের বিচিত্ররূপে উপস্থাপন করেন। সেই রূপ ফুটিয়ে তুলতে এবার বড় উপায় মাস্ক। যে মাস্ক তার চরিত্রকে যেমন মানানসই করেছে, তেমনি করোনা প্রতিরোধের কাজও হচ্ছে। [caption id="attachment_235114" align="aligncenter" width="720"] মাস্কে যখন মুক্তা[/caption] ফ্যাশন ফটোগ্রাফার টিনকা উইনার মুক্তা-খচিত এই মাস্কটি পরেন। তিনি নিজেই এই মাস্কটি তৈরি করেছেন। মাস্কটি শুধু নাকের বদলে পুরো মুখই ঢেকে রাখে। [caption id="attachment_235115" align="aligncenter" width="720"] সবজি যখন মাস্ক। গাজায় এক মা তার বাচ্চাদের জন্য ফুলকপির পাতা দিয়ে মাস্ক বানিয়ে দিচ্ছেন[/caption] বাসায় ফেলে দেয়া বা নষ্ট হয়ে যাওয়া সবজি কি ফেলে দেন? গাজায় কিন্তু সবজির এই উচ্ছিষ্টাংশ ব্যবহৃত হচ্ছে মাস্ক হিসেবে। গাজায় দেখা যায় এক মা তার বাচ্চাদের জন্য ফুলকপির পাতা দিয়ে মাস্কটি বানিয়ে দিচ্ছেন। ছবিটি সামাজিক মাধ্যমে বেশ আলোচিত হয়। [caption id="attachment_235116" align="aligncenter" width="768"] মাস্ক হিসেবে পানির জার। ট্রাফিক নিয়ন্ত্রকের মুখে মাস্কের বদলে পানির বোতল[/caption] ট্রাফিক নিয়ন্ত্রকের মুখে মাস্কের বদলে পানির বোতল। ইন্দোনেশিয়ার এক ট্রাফিক নিয়ন্ত্রক মাস্ক হিসেবে ব্যবহার করেছেন পানির বোতলকে। নিরাপদের দিক থেকে পানির বোতল কার্যকর না হলেও চমকের দিক থেকে এটি সবাইকে বেশ আকৃষ্ট করেছে। [caption id="attachment_235118" align="aligncenter" width="957"] প্লাস্টিকের বোতল যখন মাস্ক। করোনা থেকে বাঁচতে মুখে প্লাস্টিকের বোতল[/caption] করোনাভাইরাসের থেকে নিরাপদে থাকতে মুখে প্লাস্টিকের বোতল দিয়ে রাখতে দেখা গেছে চীনে। করোনার জন্ম চীনের উহানে, প্রাথমিক পর্যায়ে চীনে এর ভয়াবহতা ছিলো তুমুল। বেইজিং বিমানবন্দরে জানুয়ারি মাসে বোতল দিয়ে মুখ ঢাকার এমন ছবি দেখা যায়। [caption id="attachment_235120" align="aligncenter" width="720"] বিয়ের পোশাক যখন সুদৃশ্য মাস্ক। জার্মানির ডিজাইনার ফ্রেডরিক জরজিগের তৈরি বিয়ের পোশাকে মাস্ক[/caption] বিয়েতে ঘোমটার সাথে ম্যাচিং করে সু-দৃশ্য মাস্কটি তৈরি করছেন জার্মানির ডিজাইনার ফ্রেডরিক। করোনার সময়েও কিন্তু দিকে দিকে শুভ বিবাহের বাঁশি বেজেই চলেছে। ফ্যাশনের সঙ্গে সঙ্গে সু-স্বাস্থ্য নিশ্চিত করতে এই সময়ে মাস্ক তো আবশ্যক৷ তাই বিশেষ দিনে নিজেকে সুন্দর দেখানোর জন্য পোশাকের সঙ্গে ম্যাচিং মাস্কটি তৈরি করা হয়েছে। [caption id="attachment_235121" align="aligncenter" width="720"] কুড়িয়ে পাওয়া আবর্জনা থেকে মাস্ক। আবর্জনা দিয়ে মাস্ক তৈরি করেছেন ফ্যাশন ফটোগ্রাফার মার্সিও রদ্রিগেজ। সূত্র: ইন্দিরা বিশ্বাস, ট্রাভেল বাংলাদেশ স্পেশাল।[/caption] রাস্তার আবর্জনা রিসাইকেলের মাধ্যমে বিভিন্ন জিনিস তৈরি করার কথা প্রায়শই শোনা যায়। তবে এবার এসব আবর্জনা দিয়ে মাস্ক তৈরি করেছেন ফ্যাশন ফটোগ্রাফার মার্সিও রদ্রিগেজ। শুধুমাত্র মাস্কের জন্য সচেতনতা তৈরি করা ছাড়াও করোনার সময়ে রাস্তার আবর্জনা যেন নির্দিষ্ট জায়গায় ফেলা হয় সে বিষয়টিও তিনি বুঝিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App