×

খেলা

ইংল্যান্ডকে ২১৩ রানের টার্গেট দিল আয়ারল্যান্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ আগস্ট ২০২০, ১১:৫৫ পিএম

ইংল্যান্ডকে ২১৩ রানের টার্গেট দিল আয়ারল্যান্ড

আয়ারল্যান্ডের ব্যাটসম্যানকে সাজ ঘরে ফেরত পাঠিয়ে ডেভিড উইলির উৎযাপন

আইসিসি বিশ্বকাপ সুপার লিগে আয়ারল্যান্ড স্বাগতিক ইংল্যান্ডকে ২১৩ রানের টারগেট দিয়েছে। টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে ভাল করতে না পারলেও কার্টিস ক্যামপারের ব্যাটিং দৃঢ়তায় দুই শত রানের ল্যান্ডমার্ক পার হতে সক্ষম হয় আগের ম্যাচে ৬ উইকেটে হারা আয়ারল্যান্ড।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ১ রানে এক উইকেট হারিয়ে বসে ইংল্যান্ড। ৪৪ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়া আয়ারল্যান্ডকে টেনে তুলার দায়িত্ব নেন ক্যামপার। ৮৭ বলে ৬৮ রানের ইনিংস খেলেন তিনি। আইরিশ ব্যাটসম্যানদের লরকান টাকার ৫৫ বলে ২৮ এবং সিমি সিং ৩৩ বলে ২৫ রান করেন। অপর ব্যাটসম্যানরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে।

তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে জিতে এগিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা ইংল্যান্ডের বোলাররা আজ শুরু থেকেই আইরিশ ব্যাটসম্যানদের উপর প্রাধান্য বিস্তার করে। ইংলিশ বোলারদের মধ্যে সফল ছিলেন আদিল রশিদ। ১০ ওভারে ৩৪ রানে তিনি সফরকারীদের ৩ উইকেট তুলে নেন। অপর বোলারদের মধ্যে সাকিব মাহমুদ ৯ ওভার বল করে ৪৫ রানে ২ উইকেট, ডেভিড উইলি ৪৮ রানে ২ উইকেট এবং রিস টপলি ৩১ রানে এক উইকেট লাভ করেন। আজ আয়ারল্যান্ডকে হারাতে পারলে ইংল্যান্ডের সিরিজ জয় নিশ্চিত হবে। বিশ্বচ্যাম্পিয়নরা এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App