×

জাতীয়

ঢাকার হাটে ক্রেতা আছে গরু নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ জুলাই ২০২০, ০৫:৪১ পিএম

ঢাকার হাটে ক্রেতা আছে গরু নেই

গরুর হাট। ক্রেতা আছে গরু নেই।

ঢাকার হাটে ক্রেতা আছে গরু নেই

গরুশূন্য গরুর হাট

অতীতের অভিজ্ঞতার একেবারে উল্টোটাই ঘটেছে রাজধানীর করোনাকালীন কোরবানির হাটগুলোতে। ক্রেতা কিংবা লোকজনের ভিড় ঠিকই আছে, তবে কোরবানির পশু নেই। এ সুযোগে গরু-ছাগলের দাম চড়ে গেছে হঠাৎ করেই। দুদিন আগেও গরুর ব্যাপারীরা অবিক্রিত থেকে যাওয়ার আশঙ্কায় সামান্য লাভে কিংবা সমান সমান দামে, এমনকি লোকসানে গরু বিক্রি করেছেন। আর শুক্রবার সেখানে প্রতিটি গরুর দাম হাঁকছেন দ্বিগুণ তিনগুণেরও বেশি। চাহিদার তুলনায় গরুর সংখ্যা কমে যাওয়ায় হঠাৎ করেই কোরবানির পশুর দাম নাগালের বাইরে চলে গেছে। ব্যাপারীরা বলছেন, শুরু থেকেই শঙ্কা ছিল এবার বেচাবিক্রি কমতে পারে। তাছাড়া প্রথমদিকে ততবেশি ক্রেতাও দেখা যায়নি হাটগুলোতে। তবে ঈদের আগেরদিন হঠাৎ করেই দৃশ্যপট পাল্টে গেছে। বিশেষ করে বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই রাজধানীর হাটগুলো গরুশূন্য হয়ে পড়ে। [caption id="attachment_234986" align="aligncenter" width="700"] গরুশূন্য গরুর হাট[/caption] শুক্রবার রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী রহমতগঞ্জ ক্লাবের বিশাল মাঠের ৯৮ শতাংশ ফাঁকা থাকতে দেখা যায়। ভলান্টিয়ার, হাসিল আদায়কারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিছুটা উদাসভাবে চেয়ারে বসে আছেন। আর মাঠের এক কোনায় হাতে গোনা কিছু ছোট-বড় গরু নিয়ে চড়া দাম হাঁকছেন ব্যাপারীরা। এক একটি গরু কেনার জন্য ৮/১০ জন করে ক্রেতার মধ্যে ঠাণ্ডা লড়াই চলছে। শেষ মুহূর্তে পছন্দের গরু কিনতে অনেককে উদভ্রান্তের মতো এদিক-ওদিক দৌড়াতে দেখা যায়। অনেকেই মোবাইল ফোনে অন্য হাটের খোঁজখবর নিচ্ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App