×

সাময়িকী

সবুজ গ্যালারি এবং মেঘের সভা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০২০, ০৯:৩১ পিএম

সবুজ গ্যালারি এবং মেঘের সভা
মনিহারি সাজে দেখি আকাশ; রঙের মিশেল কখনও নীল কখনও কালো এবং কালের পয়ার প্রিয়ার খোঁপা দিগন্ত হেঁটে ছোটে বর্ষার সভায় অস্থির মনকে ভেজায় এবং হাসায়... শেকড়ের কাঠামোয় দাঁড়িয়ে থাকে সবুজ ছায়া বাঁচে ও বাঁচায়; পৃথিবী খেলার মাঠ ছোটে প্রাণী মানুষই তো দামি কিন্তু শঠ খেলা জটিলে ভরপুর... হরেক রকম মানুষ হরেক রকম জীবন নূপুর চলছে দিন চলছে রাত ; সঙ্গনিরোধ সাজ কে কাকে মানে আর দেখে মানবতার বনবাস... ধর্ম মানে কর্ম করে; গড়ে সম্পদ সাগর অন্ধজনের হাঁটার শব্দ; ভক্ত ও ভক্তি দেখি দায়প্রবণ হয়ে ওঠে অসুর; চারদিকে ফাউল এবং ফিক্সিং ডোর। পোড়ে সবুজ; ডুবে নদী পাখির ডানা ভাঙে; শস্যে ডালে বিষ মরে ও মারে দূর থেকে দেয় শিস... মেঘের সভা হবে অদৃশ্য বান আসবে দৌড়ে মেরেচিস এখন মর; খেলা শেষ; দেখ প্রতিদিন আড়াইটার খবর

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App