×

সারাদেশ

লোহাগাড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০২০, ১০:১৭ এএম

লোহাগাড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৪ জন। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল আটটার দিকে মহাসড়কের লোহাগাড়া উপজেলার বার আউলিয়া ডিগ্রী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, চন্দনাইশ উপজেলার বাদমতল এলকার মোহাম্মদ আলীর ছেলে মো. শওকত( ২৪) ও ঝালকাঠির রাজাপুরের মো. জলিলের ছেলে মোস্তাফিজুর রহমান। (৩৫)। স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রামমুখী সৌদিয়া পরিবহণ বাসটি অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে বিপরীতমুখী সিমেন্ট বোঝাই ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসের দুই যাত্রী মারা যায়। আহত হয় অন্তত ১৪ জন। দুর্ঘটনার স্থানীয় লোকজনের সহযোগীতায় পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দোহাজারী হাইওয়ে পুলিশের ওসি ইয়াসির আরাফাত জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বার আউলিয়া কলেজের সামনে চট্টগ্রামগামী একটি বাসের সঙ্গে কক্সবাজারগামী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় বাসটি রাস্তায় উল্টে যায় এবং ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে নিচে নেমে যায়। হতাহতের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়েছে। আহত ১৪ জনকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারমধ্যে গুরুতর ছয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App