×

সারাদেশ

ব্রহ্মপুত্রের পানিতে হাজার হাজার ঘরবাড়ি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০২০, ০৫:১৮ পিএম

ব্রহ্মপুত্রের পানিতে হাজার হাজার ঘরবাড়ি

ঈদের আনন্দ পানসে হয়েছে তাদের। আশ্রয় নিয়েছেন বাঁধে

আসন্ন পবিত্র ঈদুল আজহা। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান। মহামারি করোনা আর ৩৫ দিন ধরে বন্যার পানিতে ঘরবাড়ি ডুবে থাকা গাইবান্ধার ৬টি উপজেলার ৪৪টি ইউনিয়নের ২৬৭টি গ্রামের ২ লাখ ৫০ হাজার ৭৮৬ মানুষের এবার কোরবানীর ঈদ নিরানন্দে পরিণত হয়েছে। আশ্রয়কেন্দ্র, উঁচুস্থান ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রিতরা কবে বাড়ি ফিরতে পারবে তারও নিশ্চয়তা নেই। তাদের মাঝে ঈদ নিয়ে কোনো ভাবনা নেই। ঈদের কথা বলতেই তারা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে।

বন্যাদুর্গত এলাকায় শুকনো খাবার, বিশুদ্ধ পানি, গো-খাদ্য ও মহিলাদের পয়ঃনিষ্কাশনের সমস্যা প্রকট আকার ধারণ করায় ঈদ নিয়ে ভাববার সময় তাদের নেই। নদ-নদীর সামান্য পানি কমলেও জীবন বাঁচানোই যেন তাদের একমাত্র সাধনায় পরিণত হয়েছে। গাইবান্ধায় সবগুলো নদীর পানি কিছুটা কমলেও ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ৩৮ সেন্টিমিটার উপরে এবং ঘাঘট নদীর পানি বিপদসীমার ২৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

গত ২৬ জুন রাতে ব্রহ্মপুত্রের পানি বিপদসীমা দ্রুত অতিক্রম করায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App