×

সাময়িকী

ধূসর সন্ধ্যায়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০২০, ০৯:৫৫ পিএম

ধূসর সন্ধ্যায়
আমি তার মুখোমুখি বসে থাকি বাতাসে কেয়ার গন্ধ ভেসে আসে পুরনো সে ঘ্রাণ তবু কী নিঃসীম শুভ্র অমলিন বৃষ্টির নিবিড় আঙুলে মালিন্য ধোয়া দীপ্র আলো পাতকুয়া ভরে যায় বৃষ্টির জ্যোৎস্নায়; কী যেন বলার ছিল ভিজে যায় ঘ্রাণে চশমার কাচ ঘষে ঘষে বৃষ্টি তুলি তবুও নেভে না ওই বৃষ্টির আগুন, বাতাসে কেয়ার গন্ধ আসে দূরে বসে নিবিড় তোমাকে পড়ি পাতা না খুলেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App