×

জাতীয়

ট্রেনে চেপে ঢাকায় কুরবানির গরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০২০, ০৯:১৮ এএম

ট্রেনে চেপে ঢাকায় কুরবানির গরু

ট্রেনে গরু

ট্রেনে চেপে ঢাকায় কুরবানির গরু

দেশের ইতিহাসে প্রথমবারের মতো কুরবানির পশু পরিবহন করল বাংলাদেশ রেলওয়ে। গতকাল জামালপুরের ইসলামপুর থেকে বিশেষ ক্যাটল ট্রেনে রাজধানীতে আনা হয়েছে ২৬১টি গরু/ ছবি: মামুন আবেদীন।

অপেক্ষার অবসান ঘটিয়ে কুরবানির ঈদ সামনে রেখে ট্রেনে চেপে গরু এলো ঢাকায়। গতকাল বুধবার প্রথম গরুর চালান রাজধানীর কমলাপুর স্টেশনে পৌঁছেছে। সকাল ৬টায় জামালপুরের ইসলামপুর থেকে গরুবাহী ক্যাটল ট্রেনটি কমলাপুর রেলস্টেশনে পৌঁছায় বলে জানিয়েছেন পূর্ব রেলের চিফ কমার্শিয়াল ম্যানেজার মোহাম্মদ নাজমুল ইসলাম। তিনি বলেন, ২৫টি ওয়াগনে মোট ২৭০টি গরু এসেছে। গরু প্রতি মাত্র ৫০০ টাকা ভাড়া নেয়া হয়েছে। এর আগে গত মঙ্গলবার রাত পৌনে ৮টার পরে কুরবানির পশুবাহী ক্যাটল ট্রেনটি জামালপুরের ইসলামপুর স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। জুলাইয়ের প্রথম দিকে কুরবানি উপলক্ষে দেশের উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চল থেকে ঢাকা ও চট্টগ্রামে ট্রেনে করে কুরবানির পশু পরিবহনের উদ্যোগ নেয় রেলওয়ে। সে কারণে পূর্বাঞ্চলে ১টি এবং পশ্চিমাঞ্চলে ২টি ট্রেন প্রস্তুত রাখা হয়। কিন্তু ব্যবসায়ীদের আগ্রহ কম থাকায় ট্রেন পরিচালনা করতে পারছিল না রেলওয়ে। রেলওয়ে পশ্চিমাঞ্চলের চিফ কমার্শিয়াল ম্যানেজার মোহাম্মদ আহসান উল্লাহ ভূঞা জানান, বুকিং না থাকায় এ অঞ্চল থেকে এতদিন কোনো পশুবাহী ট্রেন চালু করা সম্ভব হয়নি। গত মঙ্গলবার প্রথম চালান ঢাকায় পাঠান হয়েছে। এর আগে ২০০৮ সালে জামালপুরের দেওয়ানগঞ্জ ঘাট থেকে সাতটি কুরবানির পশুবাহী ট্রেন পরিচালনা করেছিল রেলওয়ে। প্রসঙ্গত, করোনাকালে আম পরিবহনে ম্যাংগো স্পেশাল নামে ট্রেন চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে পরিচালনা করছে বাংলাদেশ রেলওয়ে। এর ফলে ব্যবসায়ীরা সহজেই ঢাকাসহ অন্যান্য শহরে খুবই অল্প ভাড়ায় আম পরিবহন করেছিল। দেশের বিভিন্ন অঞ্চল থেকে শাক-সবজি, ফলমূল আনা নেয়ার জন্য দিনে ৭-৮টি পণ্যবাহী ট্রেন চালাচ্ছে রেলওয়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App