×

সারাদেশ

চট্টগ্রামে বঙ্গবন্ধুর সর্ববৃহৎ ভাস্কর্য ‘বজ্রকণ্ঠ’ উদ্বোধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০২০, ০৯:৪৪ এএম

চট্টগ্রামে বঙ্গবন্ধুর সর্ববৃহৎ ভাস্কর্য ‘বজ্রকণ্ঠ’ উদ্বোধন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নির্মিত ‘বজ্রকণ্ঠ’ ভাস্কর্য গতকাল উদ্বোধন করেন চট্টগ্রামের মেয়র নাছির উদ্দীন

নগরীর পোর্ট কানেকটিং রোডের বড়পোল মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী স্মারক ‘বজ্রকণ্ঠ’ শীর্ষক ভাস্কর্য স্থাপন করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। মেয়র আ জ ম নাছির উদ্দীনের উদ্যোগ ও দিক নির্দেশনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) চারুকলা ইনস্টিটিউটের দুই শিক্ষক ও আর্ট শিক্ষার্থী এই ভাস্কর্যটি নির্মাণ করেন। মূল ভাস্কর্যটি ২২ ফুট উঁচু হলেও বেদীসহ এর উচ্চতা ২৭ ফুট। এ পর্যন্ত বাংলাদেশে বঙ্গবন্ধুর যত ভাস্কর্য নির্মিত হয়েছে সেগুলোর মধ্যে এটিকে দেশের সর্বোচ্চ ভাস্কর্য হিসেবে দাবি করেছে চসিক। সাদা সিমেন্টের ঢালাইয়ের মাধ্যমে প্রায় ৮৮ লাখ টাকা ব্যয়ে তৈরি এ ভাস্কর্যটির ওজন প্রায় ৩০ টন। তবে মূল ভাস্কর্য নির্মাণে ব্যয় হয়েছে ৪০ লাখ টাকা। আর ভাস্কর্যের চারপাশে বেদি, সৌন্দর্যবর্ধন ও আনুষঙ্গিক কাজের জন্য ৪৭ লাখ ৭০ হাজার টাকা ব্যয় করা হয়েছে। মেয়র আ জ ম নাছির উদ্দীন গতকাল বুধবার ভাস্কর্যটি উদ্বোধনকালে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বজ্রকণ্ঠের ভাষণের সেই চিরচেনা অভিব্যক্তিকে এই ‘বজ্রকণ্ঠ’ ভাস্কর্যে ফুটিয়ে তোলা হয়েছে। তার দৃপ্ত কণ্ঠের বজ্রধ্বনি কাঁপিয়ে দিয়েছিল হানাদার পাকিস্তানি বাহিনীর মনোবলকে, কিন্তু ঐক্যবদ্ধ ও উজ্জ¦ীবিত করেছিল সমগ্র বাঙালি জাতিকে। ভাষণরত বঙ্গবন্ধুর শক্তিশালী সেই হাতটিই যেন সমগ্র বাঙালি জাতির ঐক্যবদ্ধতার প্রতীক। জাতির অতীত গৌরবময় পর্বকে নতুন প্রজন্মের সামনে মূর্ত করে তুলে ধরতেই ‘বজ্রকণ্ঠ’ শিরোনামের এই ভাস্কর্য প্রাসঙ্গিক হয়ে ওঠে, যা প্রজন্মের পর প্রজন্মকে উদ্দীপ্ত করবে নিঃসন্দেহে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ভাস্কর মোহাম্মদ আতিকুল ইসলাম ভাস্কর্যের নকশা প্রণয়নসহ মূল ভাস্কর্য নির্মাণের সার্বিক কর্মকাণ্ড সম্পাদনা করেন। পাশাপাশি চারুকলার তৎকালীন পরিচালক শিল্পী শায়লা শারমিন এবং নাট্যব্যক্তিত্ব আহমেদ ইকবাল হায়দার এটি নির্মাণকাজে তাকে পরামর্শ দিয়েছেন। প্রায় ছয় মাস ধরে সহযোগী শিল্পী হিসেবে ছিলেন জয়াশীষ আচার্য্য, তপন ঘোষ ও মোহাম্মদ পারভেজ আলম, শিক্ষার্থী বিলাস মণ্ডল, নুর-এ-আলা সিদ্দিক, গোপাল কৃষ্ণ রুদ্র, মোস্তাফিজুর রহমান তোহা, জয়দীপ দেওয়ানজী। এই ভাস্কর্যের অন্যতম একজন সহশিল্পী তরুণ ভাস্কর্য তপন ঘোষ ‘বজ্রকণ্ঠ’ নামটি প্রস্তাব করলে সেটিই গ্রহণ করা হয়। উদ্বোধনকালে কাউন্সিলর এইচ এম সোহেল, নাজমুল হক ডিউক, হাসান মুরাদ বিপ্লব, এরশাদ উল্লাহ, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আফরোজা কালাম, চসিক প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমদ, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, সাবেক কাউন্সিলর লায়ন মোহাম্মদ হোসেন, তত্ত¡াবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক, ঝুলন কান্তি দাশ, ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ স্থানীয় নাগরিকরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App