×

পুরনো খবর

আপিল বিভাগের চেম্বার কোর্ট ৬ আগস্ট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুলাই ২০২০, ০৬:০২ পিএম

করোনা পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালতের ভার্চুয়াল মাধ্যমে বিচারিক কার্যক্রম আগামী ৬ আগস্ট থেকে চলবে। বুধবার (২৯ জুলাই) আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঞা সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ রোধকল্পে এবং শারীরিক উপস্থিতি ব্যতিরেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার করে শুধু ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে আপিল বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য বাংলাদেশের প্রধান বিচারপতির সদয় অনুমোদনক্রমে আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান ৬ আগস্ট সকালে ১১টা ৩০ মিনিট থেকে আপিল বিভাগের চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন।

উল্লেখ্য, দেশে এখন পর্যন্ত করোনা ভাইরাসে এমপি, চিকিৎসক, সাংবাদিক, জজ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ মৃত্যু বরণ করেছে তিন হাজার ৩৫ জন। আক্রান্ত হয়েছেন  দুই লাখ ৩২ হাজার ১৯৪ জন এবং সুস্থ হয়েছেন এক লাখ ৩০ হাজার ২৯২ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App